শনিবার ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১২:৩১
শিরোনামঃ
Logo লালমাইতে গ্যাস নেওয়ার সময় বাগবিতণ্ডার জেরে, সিএনজিচালিত অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা Logo সাটুরিয়ায় কারখানায় ডাকাতির ঘটনায় ১২ জনকে গ্রেফতার Logo সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, রোজা শুরু ১ মার্চ Logo মাহে রামাদানকে স্বাগত জানিয়ে রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর মিছিল Logo শৈলকুপা উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা Logo অভ্যুত্থানের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রসংসদের  কমিটি প্রত্যাখ্যান করেছেন- শিক্ষার্থীদের একাংশের Logo কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুরে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের স্মরণে নির্মিত ‘সিনহা স্মৃতিফলক’ উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। Logo নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সভা অনুষ্ঠিত Logo ছেলের বিয়ের দিন মৃত্যুকোলে ঢলে পড়েন মা Logo শহীদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি-আধাসরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।

প্রধানমন্ত্রী রোববার ইতালি সফরে যাচ্ছেন

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২০, ২০২৩, ৯:১৪ অপরাহ্ণ
  • ১৭২ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

 

 

 

প্রধানমন্ত্রী রোববার ইতালি সফরে যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (২৩ জুলাই) ইতালি সফরে যাচ্ছেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে রোমে অনুষ্ঠেয় ফুড সিস্টেম সামিটে যোগ দেবেন তিনি।

রোম সফরে দেশটির সঙ্গে দুটি সমঝোতা সই করবে বাংলাদেশ। পাশাপাশি তিনি রোমে ইউরোপে নিযুক্ত বাংলাদেশের দূতদের নিয়ে বৈঠক করবেন।

 

বৃহস্পতিবার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর ইতালি সফর নিয়ে ড. মোমেন সংবাদ সম্মেলনে বলেন, আগামী ২৪ থেকে ২৬ জুলাই প্রধানমন্ত্রী ইতালি সফর করবেন। তিনি রোমে অনুষ্ঠেয় ফুড সিস্টেম সামিটে বক্তব্য রাখবেন।

তিনি বলেন, জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদল ফুড সিস্টেম সামিটে যোগদান করতে ২৩ জুলাই রোমের উদ্দেশ্যে রওয়ানা হবেন। আগামী ২৬ জুলাই রোম থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা করবেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ২৪ জুলাই প্রধানমন্ত্রী এফএও’র সদর দপ্তরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ‘ফুড সিস্টেম অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক প্লেনারি সেশনে অংশগ্রহণ করবেন।

ড. মোমেন বলেন, সফরকালে রোমভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোর ইফাদ ও  ডব্লিউএফপির নির্বাহী প্রধানরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা যাচ্ছে।

তিনি বলেন, কৃষিমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন।

ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুলাই ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশ ও ইতালির মধ্যে ‘কোঅপারেশন ইন দ্য ফিল্ড এনার্জি’, এবং ‘কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম’ বিষয়ক দুটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা যাচ্ছে।

তিনি বলেন, ২৪ জুলাই রোমে ইউরোপে নিযুক্ত বাংলাদেশের দূতদের নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন প্রধানমন্ত্রী ইউরোপের ১৫টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত ‘আঞ্চলিক দূত সম্মেলন’ এ অংশ নেবেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশের দূতদের কি বার্তা দেবেন জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, এটা রুটিন ওয়ার্ক। প্রধানমন্ত্রী তাদের দিকনির্দেশনা দেবেন। তারা ডে টু ডে তাদের কাজের বর্ণনা দেবেন, সমস্যার কথা বলবেন। এর আগে সবাইকে নিয়ে আমরা ঢাকায় একসঙ্গে বসতাম। কিন্তু সবাইকে একসঙ্গে করতে গেলে কিছু ঝামেলা হয়। তাই প্রধানমন্ত্রী অঞ্চলভিত্তিক দূতদের নিয়ে বসছেন। প্রধানমন্ত্রী কোনো দেশ সফরে গেলে দূতদের নিয়ে ডায়লগে বসেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell