””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”
আই এন টি ইউ সি সেবাদলের উদ্যোগে, প্রয়াত প্রধানমন্ত্রী ড: মনমোহন সিংয়ের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হল

আজ ২৬শে ডিসেম্বর শুক্রবার, ঠিক সকাল ১১ টায়, পশ্চিমবঙ্গ আই এন টি ইউ সি সেবাদলের আহ্বনে এবং সভাপতি প্রমোদ পান্ডের উদ্যোগে, কলকাতা লেডি ভিক্টোরিয়া ডাফরিন হসপিটালের সংযোগস্থলে,

ইন্দ্রিরা গান্ধীর মূর্তির সামনে, ভারতের রূপকার প্রয়াত ড: মনমোহন সিংয়ের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়,

প্রয়াত প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন পশ্চিমবঙ্গ আই এন টি ইউ সি সেবাদলের সভাপতি প্রমোদ পান্ডে , এছাড়াও শ্রদ্ধা জানান আই,এন টি ইউ সি সেবাদলের অন্যান্য সদস্যরা।

উপস্থিত ছিলেন, আই এন টি ইউ সি দলের সভাপতি প্রমোদ পান্ডে , আইনজীবী আশফাক আহমেদ, এছাড়াও উপস্থিত ছিলেন শঙ্কর নাথ হাজরা, শিলা চক্রবর্তী, সোমা দে সহ অন্যান্যরা।
