শুক্রবার ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৪:১৮
শিরোনামঃ
Logo বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo প্রবাসীরা জন্মনিবন্ধন দিয়ে নতুন পাসপোর্ট পাওয়া ছাড়াও পাসপোর্ট নবায়ন ও তথ্য সংশোধন করতে পারবেন-স্বরাষ্ট্র মন্ত্রণালয়। Logo শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগের দাবীতে, এসএফআই কর্মীরা মিছিল করলে, পুলিশের সাথে সংঘর্ষ। Logo পোমরা জামায়াতে ইসলামী বাজার শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে খাল খননের বিকল্প নেই,পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন-উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। Logo বিডিআর হত্যাকাণ্ড বিষয় তথ্য দিতে গণবিজ্ঞপ্তি দিয়েছে কমিশন। Logo পরিবেশ দূষণ ও নদী দখলদারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে ইসিতে এইচআরপিবির আবেদন Logo কূটনীতিকদের সম্মানে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের ইফতার পার্টিতে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাসহ কূটনীতিকদের অনেকে অংশ নেন-ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা যাননি Logo  দুই হাজার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, পরীক্ষায় বসলো না ট্যাবের টাকা পেয়েও-জেলা শিক্ষা দপ্তরের অনুযায়ী তথ্য Logo কারখানায় নোংরা পরিবেশে ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি ও বিক্রি করায় জরিমানা

প্রাকৃতিক দুর্যোগ না হলে আলুর বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা কৃষকের

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৩, ২০২৩, ৭:৪৬ অপরাহ্ণ
  • ১৩১ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

প্রাকৃতিক দুর্যোগ না হলে আলুর বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা কৃষকের

কৃষি বিভাগ চলতি অর্থবছরে জেলায় ১ লাখ ৬৩ হাজার মেট্টিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।

চাঁদপুর জেলার ‘মেঘনা ধনাগোদা’ ও ‘চাঁদপুর সেচ প্রকল্প’র অভ্যন্তরসহ নদী উপকূলীয় এলাকায় আলুর আবাদ বেশি হয়। প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর আলুর বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত জেলায় আলুর আবাদ হয়েছে ৮ হাজার ১৫০ হেক্টর জমিতে। তবে সর্বশেষ চিত্রাংয়ের কারণে জমিতে পানি জমে থাকায় আলুসহ অন্যান্য সবজি আবাদ কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান কৃষকরা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে দিকে সরেজমিন চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী গ্রামে গিয়ে দেখা গেছে, আলুর জমিতে আগাছা পরিষ্কার কৃষকরা। নিচু জমির আলুর চারাগুলো এখনও ছোট। আবার কিছু ভিটা ও উচুঁ জমিতে আগ থেকে লাগানোর কারণে গাছ বড় হয়েছে।

এছাড়া সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল, বালিয়া, চান্দ্রা, বাগাদী, মৈশাদী, কল্যানপুর, আশিকাটি, শাহমাহমুদুপুর, রামপুর ইউনিয়নে এ বছর অধিকাংশ কৃষক আলুর আবাদ করেছেন। এসব এলাকার প্রত্যেক মাঠেই আলুর জমিগুলোর পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। বিশেষ করে শাহমাহমুদপুর ইউনিয়নের কৃষ্ণপুর, কুমারডুগী ও ঘোষেরহাট এলাকার বড় বড় মাঠে আলুর ব্যাপক আবাদ হয়েছে।

ওই গ্রামের কৃষক মো. সালাম ও আলমাস রহমান বলেন, আলু গাছের চারা ছোট হলেও সমস্যা নেই। অল্প সময়ের মধ্যে বড় হয়ে যাবে। তবে প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে আশা করছি এ বছর আলুর বাম্পার ফলন হবে।

একই এলাকার কৃষক জাহাঙ্গীর হোসেন বলেন, এ বছর ৫০ শতাংশ জমিতে আলুর আবাদ করেছি। এখন পর্যন্ত গাছগুরো ভালো আছে। বাকি আল্লাহর ইচ্ছা।

তিনি বলেন, এর আগে ২০২১ সালের ডিসেম্বর এবং ২০২২ -এর ফেব্রুয়ারি মাসের দুই দফা বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে। আলুর জমিতে বৃষ্টির পানি জমে থাকায় উঠানোর পর সংরক্ষণ করতে পারিনি। যার কারণে দামও খুব কম পেয়েছিলাম।

চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর চাঁদপুর সদরে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে- ৩৩ হাজার মেট্টিক টন, মতলব উত্তরে ১৫ হাজার ৬০০ মেট্টিক টন, মতলব দক্ষিণে ৫৫ হাজার ৩০০ মেট্টিক টন, হাজীগঞ্জে ১১ হাজার ২০০ মেট্টিক টন, শাহরাস্তিতে ১৫০০ মেট্টিক টন, কচুয়ায় ৪২ হাজার ২০০ মেট্টিক টন, ফরিদগঞ্জে ২ হাজার ২০০ মেট্টিক টন ও হাইমচর উপজেলায় ২ হাজার মেট্টিক টন।

জেলার ১২ হিমাগারে ৭০ হাজার মেট্টিক টন আলু সংরক্ষণ করার ধারণ ক্ষমতা রয়েছে। বাকি আলু হিমাগারের বাইরে থাকে। এর মধ্যে কিছু পরিমাণ আলু উৎপাদন মৌসুম জমিতে বিক্রি হয়ে আসছে। বাকি আলু কৃষকরা কৃষি বিভাগের পরামর্শে কৃত্রিমভাবে মাচায় সংরক্ষণ করা হয়।

উপ-সহকারী প্রকৌশলী মো. মোবারক হোসেন বলেন, আলু উৎপাদনে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে চাঁদপুর। মুন্সিগঞ্জের পরেই চাঁদপুরের স্থান। চাঁদপুরে বেসরকারিভাবে ১২টি কোল্ডস্টোরেজ রয়েছে। এগুলোর ধারণক্ষমতা মাত্র ৭০ হাজার মেট্টিক টন। কম-বেশি সব উপজেলাই আলুর ফলন ও চাষাবাদ হয়ে থাকে।

চাঁদপুর জেলা কৃষি অফিসের কৃষি প্রকৌশলী মোহাম্মদ ওসমান গণি বলেন, কৃষি জমিগুলোর অবস্থা প্রতিদিনই পরিবর্তন হয়। প্রতিদিনই আমাদের আঞ্চলিক অফিসে রিপোর্ট করতে হয়। এখন পর্যন্ত জেলায় আলু আবাদে বড় ধরণের ক্ষতির কোনো তথ্য নেই। আমরা নিয়মিত মাঠ পর্যায়ে কাজ করছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell