প্রেসক্লাব অব ওয়ার্কিং জার্নালিস্ট এর পরিচালনায় সেরা সেরা বাঙালি সম্মান ২০২৫।
nagarsangbad24
প্রকাশিত: অক্টোবর, ২৫, ২০২৫, ৫:৫৩ পূর্বাহ্ণ
৯ ০৯ বার দেখা হয়েছে
প্রেসক্লাব অব ওয়ার্কিং জার্নালিস্ট এর পরিচালনায় সেরা সেরা বাঙালি সম্মান ২০২৫।
প্রেসক্লাব অব ওয়ার্কিং জার্নালিস্ট এর পরিচালনায় কলকাতার সুজাতা সদনে সেরা সেরা বাঙালি সম্মান অনুষ্ঠিত হলো।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
১৮ই অক্টোবর শনিবার,সকাল ১১টায় অনুষ্ঠিত হলো এই বছরের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো সেরা সেরা বাঙালি সম্মান ২০২৫। স্বনামধন্য বিশিষ্ট ব্যক্তিত্বগণ এবং হাত দিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়েই এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
প্রেস ক্লাব ওয়ার্কিং জার্নালিস্ট এর দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানের ঐদিন উপস্থিত ছিলেন এই বাংলা স্বনামধন্য ব্যক্তিবর্গগণ এবং প্রধান অতিথি রাজ্যের বিধানসভার ডেপুটি চিফ হুইপ ও বিধায়ক শ্রী দেবাশীষ কুমার মহাশয়, প্রদীপ প্রজ্জ্বননের মধ্যে দিয়ে এই শুভ সূচনা করেন।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের বিধানসভার ডেপুটি চিফ উইপ ও বিধায়ক শ্রী দেবাশীষ কুমার মহাশয়, ডক্টর অতুল বিশ্বাস প্রিন্সিপাল,
দেবজানি গুহ বিখ্যাত অভিনেত্রী, সুরঞ্জনা মিত্র। প্রখ্যাত সঙ্গীত শিল্পী শুভঙ্কর , টলিউডের বিশিষ্ট অভিনেতা রুপাঞ্জনা মৈত্র, জয় বেনারজী এবং এছাড়াও আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সম্পাদক,শম্পা দাস “সেরা বাঙালি সম্মান”ভূষিত
সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন বিশিষ্ট আইনজীবী শ্রী শুভদীপ রায় ( তেজাস),প্রেস ক্লাব অফ ওয়ারকিং তথা বিশিষ্ট সাংবাদিক বন্ধুগণ, এবং সমাজ সেবিকা ডক্টর শাশ্বতী দাস , ও লক্ষী যাদব এবং প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্ট এর সকল সদস্যরা । এই অনুষ্ঠানটি সঞ্চালনা করে করেছিলেন বিখ্যাত বাচিক শিল্পী প্রসেনজিৎ রাহা।
অনুষ্ঠান শুরু হয় একটি সংগীতের মাধ্যে দিয়ে, তারপরে একে একে প্রধান অতিথিদের উত্তরীয় ,ব্যাচ ,পুস্পস্তবক দিয়ে বরণ করে নেন। এবং এ বছরের যাঁরা এই সেরার সেরা বাঙালি সম্মান ২০২৫ , প্রধান অতিথিদের সম্মাননা অর্জন করেছেন।
তাদের মধ্যে অন্যতম চিকিৎসা বিভাগের ডক্টর ‘অফ দ্যা ইয়ার ‘ এই সম্মাননা অর্জন করেছেন ডক্টর অতনু বিশ্বাস , প্রখ্যাত সংগীত শিল্পী শুভঙ্কর দেবনাথ, টলিউডের বিশিষ্ট অভিনেত্রী রূপাঞ্জনা মৈত্র, জয় ব্যানার্জি প্রমুখ। জ্যোতিষ বিভাগেও সম্মানিত করা হয় শ্রীমতী পূর্ণিমা ভট্টাচার্য এবং শ্রী অমিত ধর মহাশয়কে।
এই অনুষ্ঠানে বিভিন্ন বিভিন্ন সাংবাদিক বন্ধুদের তাদের স্বীকৃতি পুরস্কার স্বরূপ সম্মাননা জ্ঞাপন করা হয়। প্রতিটি সাংবাদিক বন্ধুদের উত্তরীয় ব্যাচ মানপত্র স্মারক দিয়ে সম্মাননা প্রদান করেন এদের মধ্যে অন্যতম অদ্রিজা ঘোষ ,রাকেশ দাস ,মিতা দাস ,প্রদীপ কুমার সেন ,তরুণ বিশ্বাস , বিকি রায় ,অর্পিতা দাস দীপক রয় , সৌভিক ব্যানার্জি ,
অভিজিৎ রায় ,শম্পা দাস। এছাড়াও সমাজ সেবিকা ডঃ শাশ্বতী দাস কে অতিথি এবং সাংবাদিক বন্ধুরা সবাই মিলে বরণ করে নিলাম। সেরার সেরা সম্মানিত ভূষিত করলাম। আগামী দিনে আমাদের প্রেসক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্ট পশ্চিমবঙ্গ এর প্রেসিডেন্ট ,নেত্রী , বন্ধু,
একজন ভালো সমাজ সেবিকা হিসাবে তিনি যে সমস্ত সমাজের জন্য কাজ করে চলেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অসহায় মানুষের পাশে যেন এভাবেই তিনি থাকেন। নতুন নতুন প্রজেক্টে কাজ করলে আমরা খুশি হব। প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টের সকল সদস্যদের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা।
আর সাংবাদিক বন্ধুদের পক্ষ থেকে রইল শুভকামনা আর এই ভাবেই দিদি তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও। শাশ্বতী দি তুমি এই ভাবেই আগামী দিনে পথে এগিয়ে যাও আমরা তোমার পাশে থাকতে পারলে নিজেদেরকে ধন্য বলে মনে করব।
আমরা বাঙালি একথা জানাই গর্ভ গৌরবে বাংলার বুকে আজও বেঁচে আছি অতীতের সৌরভে। বাংলা ও বাঙালির এ যেন এক চিরন্তন বন্ধন। যুগ যুগ ধরে এই বিশ্বে বাংলার প্রতিভা বার বার প্রমাণিত হয়েছে।
এই অনুষ্ঠানটি পরিচালনায় বেশ ক্লাব অব ওয়ার্কিং জার্নালিস্টের পশ্চিমবঙ্গের গোটা ইউনিটের সমস্ত সদস্যকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্ট এর প্রতিষ্ঠাতা ডক্টর সৈয়দ খালিদ কোয়েস এবং প্রেস ক্লাব অব ওয়ার্কিং জার্নালিস্টস এর ন্যাশনাল অর্গানাইজেশন এর জেনারেল সেক্রেটারি শশী দীপ মহাশয়া।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”