রোববার (১২ মার্চ) সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকায় এমএস টাওয়ারের ছয়তলায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন ফ্ল্যাটের বাসিন্দা কুলসুম আক্তার ও তার শিশু সন্তান খালিদ (৩)। বিস্ফোরণে ওই ফ্ল্যাটের ব্যাপক ক্ষতি হয়েছে।
খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে ও দগ্ধদের হাসপাতালে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের আজানের পরপরই এমএস টাওয়ারের ছয়তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে আগুন ধরে যায়। আশপাশের অনেকেই এ সময় আগুন নেভাতে তৎপর হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসে ছয়টি ইউনিট ঘটনাস্থলে আসে। তারা কুলসুম ও খালিদকে উদ্ধারের পর হাসপাতালে পাঠায় ও আগুন নিয়ন্ত্রণ করে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরণের ঘটনাটি তদন্তাধীন।