ফতুল্লায় শ্বশুরবাড়ী থেকে নাজমুল হাসান(২৩) নামক এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ। নিহত নাজমুল হাসান ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার রায়থুর গ্রামের আহসান আলীর পুত্র।
বুূধবার (২৯ সেপ্টম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নাজমুল হাসানের শ্বশুড়বাড়ী পশ্চিম রামারবাগস্থ সমির আলী মেম্বারের ভাড়াটিয়া বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহতের পরিবারের সদস্যদের ধারনা করোনায় আক্রান্ত হয়েছে এমন আতংকেই নাজমুল হাসান আত্নহত্যা করে থাকতে পারে। এ ঘটনায় নিহতের শ্বশুড় আব্দুল মালেক বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, নিহত নাজমুল হাসান তার আপন খালাতো বোনকে বিয়ে করে রামারবাগস্থ বর্তমান ঠিকানার শ্বশুড় বাড়ীতেই বসবাস করতেন।গ ত চার দিন যাবৎ সে জ্বর, ঠান্ডা, গলা ব্যাথায় ভুগছিলেন। ডাক্তারও দেখানো হয়েছিলো। ডাক্তারের পরামর্শে ঔষধ ও খাচ্ছিলেন। কিন্তু কিছুতেই অসুখ সারছিলোনা।
বুধবার রাত নয়টার দিকে রাতের খাবার খেয়ে ঔষধ সেবন করে সে নিজ ঘরে ঘুমাতে যায়। এ সময় তার স্ত্রী সাংসারিক কাজে ব্যস্ত ছিলো। রাত সাড়ে দশটার দিকে শ্বশুর আব্দুল মালেক বাসায় ফিরে এসে মেয়ের জামাই নাজমুল হাসানের বিষয়ে জানতে চাইলে শ্বাশুড়ি জানায় যে সে নিজ ঘরে ঘুমাতে গেছে।
ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখতে পায় ঘরের ফ্যানের সাথে গলায় গামছা বাধা নাজমুল হাসানের ঝুলন্ত লাশ।
নিহতের পরিবারের সদস্যদের ধারনা করোনায় আক্রান্ত হয়েছে এমন আতংকেই নাজমুল হাসান আত্নহত্যা করে থাকতে পারে।