মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। নীলফামারীর ডিমলায় তিন ফসলি কৃষিজমি ও খেতের ফসল নষ্ট করে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নদী খননে এলাকাবাসী আবারও বাঁধা দিয়েছে । এ সময় পাউবো ও ঠিকাদারের লোকজনের সাথে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এতে ঠিকাদারি প্রতিষ্ঠানের দুইজন আহত হন।পরে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার(২৫মে) দুপুরে উপজেলার বুড়িতিস্তা নদীর রামডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, জাহাঙ্গীর আলম(২৫) ও ইদ্রিস আলী(৩২)। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কৃষি জমিতে জলাধার খনন নিয়ে গ্রামবাসীর সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের বিরোধ চলে আসছে। এরই জেরে বারবার খনন কাজে বাধা দেন গ্রামবাসী।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খননকাজে আবারও বাঁধা দেয় গ্রামবাসী। কথা কটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামায়। নীলফামারী পাউবো সূত্রে জানা গেছে, উপজেলার বালাপাড়া ও সদর ইউনিয়নের মধ্য দিয়ে বুড়িতিস্তা নদী বয়ে গেছে। পাউবো কর্তৃপক্ষ তিস্তা সেচ প্রকল্পের আওতায় নদী ও জলাধার খননের জন্য দরপত্রের মাধ্যমে বেশ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়। এতে বরাদ্দ দেয়া হয়েছে ৯৯ কোটি টাকা। একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় মাস দুয়েক আগে নদী ও জলাধার খননের কাজ শুরু করে। এতে নদী এলাকায় চাষাবাদ করা মানুষ আপত্তি তোলেন। একপর্যায়ে এলাকাবাসী তাঁদের জমি রক্ষার দাবিতে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ করে। বিষয়টি সুরাহা না হওয়ায় তারা খনন কাজে বাধার সৃষ্টি করে। গ্রামবাসীর দাবি, নদী এলাকায় হাজার হাজার মানুষের পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া জমি রয়েছে। এসব জমি কেটে অপরিকল্পিতভাবে অস্তিত্ব না থাকা নদী বানানো হচ্ছে বলে অভিযোগ তাঁদের।এছাড়া নদী খননের নামে সরকারি বালু নিলাম ছাড়াই বিক্রি করছে ঠিকাদার। প্রতিবাদ করলেই ঠিকাদারের লোকজন গ্রামবাসীর উপর হামলা করে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। রামডাঙ্গা গ্রামের সবিতা রানী, পারভীন আক্তার, নুর আলম সহ অন্তত ২০ জন বাসিন্দা বলেন , কাগজপত্র অনুযায়ী তাঁরা জমির মালিক। সেখানে নদী না থাকলেও তাঁদের জমি কেটে নদী করা হচ্ছে। খননকাজে আমাদের আপত্তি নেই। কিন্তু মূল নদী বাদ দিয়ে কৃষি জমিতে ফসল নষ্ট করে খননকাজ চলছে। তারা বলেন, নদী খনন নয় মাটি ও বালু বিক্রিই তাদের মূল উদ্দেশ্য। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শতশত ট্রলিতে নদী খননের বালু বিক্রি করছে ঠিকাদার ও পাউবোর লোকজন। এতে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। নদী সংশ্লিষ্টরা বলছেন, বুড়িতিস্তা নদীতে পানির প্রবাহ খুব কম। পানির প্রবাহ নিশ্চিত না করে নদী ও জলাধার খনন করা অর্থ অপচয় ছাড়া কিছুই না। শুকনো মৌসুমে এই জলাধার কোন কাজেই আসবেনা। তিস্তা সেচ প্রকল্পের সাথে এ নদীর কোন সংযোগ নেই। অপরিকল্পিত খননের ফলে তিন ফসলী কৃষিজমি নষ্ট হচ্ছে। এতে বছরে প্রায় ৪০ কোটি টাকার ফসল উৎপাদন কমে যাবে। এ বিষয়ে নীলফামারী পাউবোর নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, সংঘর্ষ আমাদের লক্ষ্য নয়। সবার সাথে সমন্বয় করে আমরা খনন কাজ এগিয়ে নিতে চাই । এসব বিষয় নিয়ে আগেও গ্রামবাসীর সাথে কথা হয়েছে। আমরা সবার সহযোগিতায় সমন্বয় করে খননকাজ করার চেষ্টা করবো। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এর আগে বেশ কয়েকবার জলাধার খনন কাজে পাউবো ও ঠিকাদারিপ্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের পাল্টাপাল্টি ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে । এসব ঘটনায় ৭৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ছয় শতাধিক ব্যাক্তিকে আসামি করে মামলা করে পাউবো।