বৃহস্পতিবার ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৪:০২
শিরোনামঃ
Logo নোয়াখালীর সুবর্ণচরে দুইটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন Logo না.গঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড Logo বাঙ্গালহালিয়া আবাসিক হিন্দুপাড়া মা মগদ্বেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব  সম্পন্ন Logo নারায়ণগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo সৈয়দপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান এবং জরিমানা Logo রংপুরের পীরগঞ্জে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান Logo লক্ষ্মীপুরে ভুয়া ব্যক্তিদের দাঁড় করিয়ে প্রবাসে থাকা আসামিদের জামিন-আইনজীবীর সহকারীসহ চারজনের নামে মামলার নির্দেশ দিয়েছেন আদালত। Logo ফতুল্লায় কারখানার বন্ধের প্রতিবাদে ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশনের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ-ঝানজটে ভোগান্তি জনগন Logo পুলিশ চেকপোস্টে তল্লাশির সময়ে পরিচয় জানতে চাওয়ায় পুলিশের ওপর হামলা-৫ পুলিশ সদস্য আহত-আটক ২ Logo জলঢাকায় কম্বল বিতরণ করতে গিয়ে নারীর সম্ভ্রমহানী,থানায় অভিযোগ করায়, ভুক্তভোগী পরিবার বাড়ি ছাড়া।

ফিরে আসছেন গানের পাখি শারমিন

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৪, ২০২২, ১০:১৯ অপরাহ্ণ
  • ৩৩৬ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

নগর সংবাদ।।প্রায় নিভে যাওয়া আলো। আঁধার ঘিরেছিল জীবনঘরে। হাল ছেড়েছিলেন চিকিৎসকরাও। নিথর দেহে হাসপাতালের বেডে শুয়ে বলেছিলেন, ‘আমি কি বাঁচবো? আমাকে বাঁচান। আমি আবার গানের মঞ্চে ফিরতে চাই।’

ফিরে এসেছেন গানের পাখি শারমিন। ফের সুর তুলছেন গানে গানে। এখন শুধু মঞ্চে যাওয়ার পালা।

থাইরয়েডজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়েছিলেন বাউল শিল্পী শারমিন। রক্তের উৎপাদন ক্ষমতা প্রায় শূন্যের কোটায় নামাসহ জটিল উপসর্গে দেড়মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন। প্রথমে হলি ফ্যামিলি হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় শারমিনকে।

অসাধারণ কণ্ঠের অধিকারী তরুণ এই শিল্পীর অসুস্থতায় পরিবারে নেমে আসে ঘোর আঁধার। মেয়েকে বাঁচাতে দিগ্বিদিক ছুটতে থাকেন বাবা-মা।  সাহায্যে এগিয়ে আসেন শারমিনের গানের অনুরাগীরা। অনেকেই সহযোগিতা করতে থাকেন। সহযোগিতার হাত বাড়ায় বেসরকারি টিভি চ্যানেল আরটিভি। মানুষের ভালোবাসা আর চিকিৎসকদের ঐকান্তিক চেষ্টায় মৃত্যুর কোল থেকে ফিরে আসেন।

বর্তমানে বাড়িতে সম্পূর্ণ বিশ্রামে থাকা শারমিন ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরছে। গানের মঞ্চে না গেলেও রেওয়াজে মন দিতে শুরু করেছেন। সুরেই ভর করে ফের ডানা মিলছেন এই গানের পাখি।

বাসায় বসেই হারমোনিয়ামে গান করছিলেন। গানের ছলেই আলাপ। বলছিলেন, ‘হলি ফ্যামিলি থেকে যখন ঢাকা মেডিকেলে রেফার্ড করে তখন আমি অনেকটাই অচেতন। শরীরের কোনো কিছুই স্বাভাবিক কাজ করছিল না। থাইরয়েডের সমস্যা হলেও আমাকে ব্লাড ক্যান্সার ইউনিটে ভর্তি করানো হলো। এতে আরও ঘাবড়ে গেলাম। থেরাপিও চললো। রক্তের উৎপাদন নেই বললেই চলে। মৃত্যুর একদম কাছাকাছি আমি। আল্লাহ ছাড়া আর কোনো ভরসা পাইনি।’

ভক্তদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘মানুষের ভালোবাসাই বেঁচে থাকার বড় শক্তি বলে এখন মনে হচ্ছে। ছোট্ট মানুষ আমি। কিন্তু হাজার হাজার মানুষের ভালোবাসা পেয়ে পরিপূর্ণ জীবনের স্বাদ পেয়েছি। অসংখ্য গুণী শিল্পী আমাকে দেখতে গিয়েছেন। সহযোগিতা করেছেন। সাংবাদিকরা খবর করেছেন। আরটিভিসহ অন্যান্য অন্যান্য পাশে ছিল। চিকিৎসকদের আন্তরিকতায় আমি মুগ্ধ। সর্বোপরি বাবা-মায়ের যত্ন আর ভালোবাসা আমাকে নতুন জীবন দিয়েছে।’

গানের ব্যাপারে আড়ং ডেইরি- চ্যানেল আই বাংলার গান-২০১৬ চ্যাম্পিয়ন শারমিন বলেন, ‘গান দিয়েই মানুষের মন জয়। গানেই ফিরছি আবার। চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে আছি। সামনে আবার পরীক্ষা-নিরীক্ষা আছে। আপাতত অল্প অল্প রেওয়াজ করার চেষ্টা করছি। পুরোনো গানগুলোই আবার সুর করার চেষ্টা করছি। শিগগির মঞ্চে ফিরতে পারবো বলে আশা করছি।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell