আজ ১২ এপ্রিল বুধবার, সন্ধ্যা ছটায়, বুক সেলার্স অ্যান্ড গিল্ড এর সহযোগিতায়, সিথির মোড় সার্কাস ময়দানে একটি সুন্দর বই উৎসবের আয়োজন করা হয়, বইপ্রেমীদের জন্য, এই বইমেলার শুভ সূচনা করেন, সাহিত্যিক ও সাহিত্য একাডেমী পুরস্কার প্রাপ্ত সঞ্জীব চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, বিধায়ক তাপস রায়
এবং বরানগর পৌরসভার পৌর মাতা অপর্ণা মৌলিক ,দিলীপ নারায়ণ বসু, জয়ন্ত রায়, অমর পাল, রামকৃষ্ণ পাল, বিশ্বজিৎ বর্ধন, সুধাংশু শেখর দে, ত্রিদিব চট্টোপাধ্যায়, অপূর্ব মুখোপাধ্যায়, সহ অন্যান্য অতিথিবৃন্দ ও সদস্যবৃন্দের মধ্যে ছিলেন আলপনা লাহা, ডালিয়া মুখার্জি, অনিন্দ্য চট্টোপাধ্যায়, ঊষা বেরা, সাগরিকা ব্যানার্জি ,সুধাংশু আয়ন, শম্পা কুন্ডু ,সুনাথ বিশ্বাস, তিতলি পাত্র, লিলু গুপ্তা, সঞ্চিতা দে, সুমিত্রা বিশ্বাস, সুস্মিতা চ্যাটার্জি, নিবেদিতা বসাক। এবং ব্যবস্থাপনায় ছিলেন সুদীপ ভট্টাচার্য ,কার্তিক জানা, জয়দীপ মজুমদার ,রাজীব দাস ,অম্লান ঘোষ ,অর্ণব দত্ত ,তন্ময় বসাক,……
উদ্বোধনের সূচনা করেন ,ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ,এই মেলায় প্রায় 35 থেকে 40 টি স্টল রয়েছে, প্রত্যেকটিতে বইপ্রেমীদের জন্য বিভিন্ন রকম বইয়ের সমাহরহ রয়েছে। থাকছে কয়েকদিন মঞ্চে সংগীতের অনুষ্ঠান ও সাহিত্য আলোচনা, এই মেলা চলবে 12 ই এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকেল চারটে থেকে রাত্রি নটা, থাকে বিভিন্ন রকম খাবারের স্টল, এবং মহিলাদের হাতের কাজের জিনিস, উদ্যোক্তারা জানালেন প্রচন্ড গরম পড়ায় আমরা দুটো থেকে মেলার শুভ সূচনা করতে পারিনি কারণ এই প্রচন্ড রোদে ছোট ছোট ছেলে মেয়েরা যাতে কোনরকম বিপদে না পড়ে সেই কথা মাথায় রেখেই আমরা চারটি দিকে রাত তিনটা পর্যন্ত এই মেলার আয়োজন করেছি, আশা করছি শুধু এলাকার বাসিন্দারা নয় বিভিন্ন জায়গা থেকে বইপ্রেমীরা এসে মেলায় ভিড় করবে। এবং তাদের পছন্দমত বই কিনবে, আজকে যে সকল অতিথিরা উপস্থিত ছিলেন তাদের সকলকে ব্যাচ পরিয়ে উত্তরীয় দিয়ে মেলা কর্তৃপক্ষ সম্মানিত করেন……..