শ্রী জয়ন্ত রায়, শ্রীমতি আলপনা লাহা এছাড়াও গৌরী দি। এছাড়াও অন্যান্য কাউন্সিলরগণ, ক্লাবের সম্পাদক শ্রী সৈকত রায় ,শ্রী সঞ্জয় মোদক, মুখ্য সংগঠক শ্রী গৌরব সাহা এবং এলাকাবাসী।
ফিতে কেটে,প্রদীপপ্রজ্জ্বলনের মধ্যে দিয়ে প্রতিমার শুভ সূচনা হয়,
একটি সুন্দর নৃত্যের অনুষ্ঠানের মধ্যে দিয়ে, ফিতে কাটার মাধ্যমে, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ, সকল অতিথিদের উত্তরীয় ও ব্যাচ পুড়িয়ে বরণ করে নেন। এবং প্রত্যেক অতিথিকে একটি করে ফুলের তোড়া এবং মিষ্টি উপহার দেন।
প্রত্যেক অতিথি সংক্ষিপ্ত বক্তব্যর মধ্যে দিয়ে একটাই কথা তুলে ধরার চেষ্টা করেন ঠাকুরের মূর্তি অনেক বড় হয়েছে এবং খুব সুন্দর হয়েছে, এছাড়াও তিনি বলেন সরস্বতী পূজো মানেই ছোট ছোট ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পড়বে,
ও সাজগোজ করবে , ক্লাবের সকল সদস্যদের জন্য সুন্দর বার্তা দিলেন দিনে দিনে আরো সুন্দর হয়ে উঠুক এই সরস্বতী পুজো। পুজোর উদ্যোক্তারা জানালেন,
কখনোই আমাদের পক্ষে এই ভাবে পুজো করা সম্ভব হতো না, যদি সবাই আমাদের পাশে না থাকে, তাই সবার কাছে আমরা কৃতজ্ঞ ।এইভাবে যেন সবাই পাশে থাকে।
এছাড়াও এই ক্লাবে সদস্যরা সারা বছর ধরে বিভিন্ন সমাজসেবা কাজে সাথে যুক্ত থাকেন, সবাইকে নিয়ে একসাথে পথ চলার চেষ্টা করেন , এই চার দিন সংস্কৃতিক অনুষ্ঠান এবং ভোগ প্রসাদের আয়োজনও করা হয়েছে।
এই পুজো কটা দিন আনন্দে কাটুক সকলের, সকলের প্রতি শুভকামনা রইলো,সরস্বতী মায়ের আশীর্বাদ সকলে ভক্তি করে মায়ের আরাধনা করে পেয়ে থাকবেন,
“”সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম ” কলকাতা বু্রো”