রবিবার ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ২:৪০
শিরোনামঃ
নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার-জড়িত কেউ রেহাই পাবে না বিএনপি ক্ষমতায় এলে সরকারি চাকরি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কীভাবে সহজ করা যায় তা নিয়ে চিন্তা করবে-তারেক রহমান অজ্ঞান পার্টির মূল হোতা নিজেই জ্ঞান হারিয়ে ফেলেন তার কাছে থাকা জুস পান করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ৩০ আগস্ট সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে -সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম রাজধানীতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ-আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে উপদেষ্টা আসিফ নজরুল,অবরুদ্ধ করে নেতাকর্মীরা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন পূর্ণ প্যানেলে জয়-সরকার হুমায়ুন কবির ও অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের নেত্বাধীন প্যানেল’জামায়াত প্যানেল ভরাডুবি চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান আড়াইহাজারে আগ্নেয়াস্ত্র হাতে এক তরুণের ভিডিও ভাইরাল,আটক তরুণ গাজীপুরের শ্রীপুরে নারীকে গলা কেটে হত্যা করে মাটিচাপা,লাশ উদ্ধার প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিতে আন্দোলনে ডিসি মাসুদের আসল ছবিকেই এআই বলে প্রচার করে- ডিএমপি

বারুদের নয় ভালবাসার আগুন জ্বলুক ড. মহসিন আলী, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৪, ২০২৩, ১:২৯ পূর্বাহ্ণ
  • ২৩০ ০৯ বার দেখা হয়েছে

বারুদের নয় ভালবাসার আগুন জ্বলুক

ড. মহসিন আলী, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র বুধবার, ১ লা নভেম্বর, ২০২৩ ইং সাল ।

আজ চারিদিকে বাতাসে শুধু বারুদের গন্ধ পৃথিবীর মানুষ হারিয়েছে সকল সুখের ছন্দ । মনুষত্ব্য প্রাণের মাঝে আর নেই কোন স্পন্দন সবারই যেন অসার অকেজো মৃত্যুর জীবন । মানবতা হারিয়ে গেছে ত্রীভূবনের এপার থেকে পদদলিত ভুলুন্ঠিত ছিন্নভিন্ন অস্খিহীন নরকে বারুদ-অগ্নিতে আজ সব কিছু পুঁড়ে ছাই হয় কোটি বছর মানব সভ্যতার একি মহাপরাজয় ঘরে বাহিরে ভীতি অশান্তি অস্বস্তি অসুস্থ মানব সমাজ নেই কোন হাসি কান্নায় ভাসি রক্তের সাগরে সকলেই আজ । নেই কোন জায়গা পোড়া লাশ পশু পক্ষীর মত পচে যায় সব দাফনের কাপুর নেই প্রার্থনার হাত নেই সবই যেন আজ নিঃস্তব্ধ । কান্নার কেউ নেই শুনিবার মানুষ নেই পশুরাও হয়েছে কান্না হারা বারুদের গন্ধে ভারী বাতাসে পুড়ে যাওয়া গাছে আসে না পাখীরা পশুপাখীর অযোগ্য পোড়া মাটিতে শুধু দেখি কীট পতঙ্গের লাশ মানুষের সাথে মরছে পুড়ে বিশ্ব মনুষত্ব্য সভ্যতা শান্তির সমাজ । মিসাইল বোমা বুলেট কামান গোলা বারুদের নিত্য নৃত্য উন্মাদ নিমিষেই ছারখার করে ধূলোয় মিশিয়ে দেয় গগনচুম্বি সব প্রাসাদ । কে কাকে মারে তাতে কি আসে যায় পরাজিত হয় বিশ্ব মানবতা নিরীহ বৃদ্ধ শিশু নারী পুরুষ মরিছে নির্বিচারে বিচারহীন অসভ্যতা । ভুলে গেছে কান্না মৃত্যুর ভাবনা অপেক্ষা শুধু মরনের সময় ক্ষণ আকাশ ভূমি সাগর থেকে মিসাইল বোমা বুলেট কামান যখন মাটির সাথে মিশবে আবাস ভস্ম হবে দেহ সব কীট পতঙ্গের মতন নারী পুরুষ শিশু বৃদ্ধ পঙ্গু মানুষেরে জিম্মি এ কোন ধর্মের শাসন ? আবাস হাসপাতাল শিক্ষা ধর্মশালা গুঁড়িয়ে এত গণহত্যা কেন বন্দিদের চোখ বেঁধে নির্যাতন গুলি করে গর্তের মাঝে নিধন কেন ? নিথর খুশীর আসরে বাড়িতে কেনই বা হামলা অপহরন খুন ধ্বংস দখল জিম্মি করে যায় না করা কখনো শান্তি স্থাপন । লক্ষ লক্ষ নিশ্পাপ শিশু বৃদ্ধ নারীদের পঙ্গু অবরুদ্ধ করে কেন বাসা চিকিৎসা শিক্ষা উপসনালয় ভবন সব ধূলায় মিশিয়ে দাও কেন বিদ্যুৎ জ্বালানী খাবার পানি বন্দ করে কেন সবাইকে অনাহারে মারো এ কেমন যুদ্ধ কেন এমন হিংস্র প্রতিশোধ এক প্রাণের বদলা নেও হাজারো । আকাশ বাতাস সাগর ভুমিতে বারুদ লাশের গন্ধ ছড়িয়ে দিয়ে ফুল ফল ফসলের মাঠ শহর ধ্বংসস্তুপের মাঝে পোড়া মাটির হৃদয়ে মরুভূমি কবরস্থান কেটে শহর গড়েও লাশের কান্নার আর্তনাদ অভিশাপ যুগ যুগ তাড়িবে খুনী ধ্বংসীদর আঁত্মা বিবেক অশান্তি মানব ইতিহাস । গণহত্যা ধ্বংসলীলার পাপ থেকে কোন জাতি পায় নি কো রেহাই মানবতার কাছে দায়বদ্ধ সব মানুষ শান্তিতে বাঁচিতে পারে নাই হিটলার নমরুদ ফেরাউন ইতিহাসে সবারই সর্বদা ঘৃণিত ধিকৃত সব ক্ষমতাশালী অত্যাচারী খুনী দখলদারীর ধ্বংস নিঃশ্চিতো । বন্ধ কর ধ্বংসলীলা যুদ্ধ খেলা বাঁচাও রক্ষা কর মানুষ শহর নগর মানব সমাজ সভ্যতা পৃথিবী পরিবেশ রক্ষায় বোমা মিসাইল বন্ধ কর এক মানব জাতি এক সাথে প্রেম ভালবাসায় বাস কর সুখ শান্তিতে বারুদের আগুন নিভিয়ে জ্বলে উঠ সবাই প্রেম ভালবাসার অগ্নিতে । বারুদে আগুন বোমা মিসাইল বুলেট কামান দাগা আর নয় হিংসা বিদ্বেষ গণহত্যা শহর নগর দুনিয়া ধ্বংস করা আর নয় ভাই ভাই বোন বোন প্রেমিক প্রেমিকার মত এক সভ্য সমাজে সহনশীল মানবিক প্রেমময় বিশ্ব গড়তে প্রাণ উৎসর্গ কর শান্তির কাজে ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

Archive Calendar

© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell