শনিবার ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ২:০৫
শিরোনামঃ
Logo নিজ বসতঘর থেকে কলেজশিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান Logo নীলফামারীতে থাই ও ভিসা চক্রের সদস্যদের হাতে সাংবাদিক লাঞ্ছিত ও কোর্টে মামলা দায়ের Logo নানা চড়াই–উতরাই পেরিয়ে অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। Logo সেনকো গোল্ড এর পরিচালনায়, বার্ষিক আর্ট শিল্প প্রদর্শনীর শুভ সূচনা হতে চলেছে Logo আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-১০ এর বিশেষ চেকপোস্ট এবং রোবাস্ট পেট্রোল কার্যক্রম জোরদার Logo খানসামায় নবাগত ইউএনওর দায়িত্ব গ্রহণ Logo রংপুরে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ অধিদপ্তরের শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা Logo মিরপুর ১০ নম্বরে মোটরসাইকেলের গ্যারেজে অগ্নিকাণ্ড Logo সৈয়দপুরে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা

বাড়িতে ঢুকে বোরকা পরা দুর্বৃত্ত শ্বাসরোধ করে হত্যা করে বৃদ্ধাকে

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৮, ২০২২, ৮:৪৫ অপরাহ্ণ
  • ২০১ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

নগর সংবাদ।।সাভার পৌরসভা এলাকায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাড়িতে ঢুকে হাজেরা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে এক বোরকা পরা দুর্বৃত্ত। হাত, পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয় ওই বৃদ্ধাকে।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে পৌরসভা ৩নং ওয়ার্ডের বিনদবাইদ এলাকার মৃত শাখাওয়াতের ৬ তলা বাড়ির ৪ তলায় এ ঘটনা ঘটে।

হাজেরা খাতুন শাখাওয়াতের দ্বিতীয় স্ত্রী। শাখাওয়াত হোসেনের বাড়ি মানিকগঞ্জ এলাকায়। তিনি এখানেও একটি বাড়ি করেছেন। হাজেরা খাতুন এ বাড়িতে একা থাকতেন ও বাড়িটির দেখাশোনা করতেন।

বাড়ির সিকিউরিটি গার্ড সাইদুল রহমান জানান, দুপুরে বোরকা পরে বাসা ভাড়ার কথা বলে এক নারী হাজেরা খাতুনের কাছে ৪তলার রুমে যায়। সঙ্গে তিনিও (সাইদুল) যান।

তিনি বলেন, কিছুক্ষণ পর আমাকে দরজার বাইরে যেতে বলেন ওই নারী ও হাজেরা খাতুন। সে সময় ছাদের ওপরে মিস্ত্রিরা কাজ করছিল। কাজ দেখতে সেখানে চলে যাই আমি। এরমধ্যে আবার বৃষ্টিও শুরু হয়। বৃষ্টির পর আমি সেই রুমের দরজা খোলা দেখে ভেতরে যেতেই দেখি হাজেরার হাত দড়ি দিয়ে, পা ওড়না দিয়ে, মুখ কস্টেপ দিয়ে বাঁধা। পরে আমি ও ছাদে থাকা মিস্ত্রিরা মিলে হাত, পা ও মুখের বাঁধন খুলে দিয়ে দেখি হাজেরা খাতুন মারা গেছেন। সেই খবর জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে জানানো হলে পুলিশ আসে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পদির্শক (এসআই) মো. জাহিদুর ইসলাম বলেন, দুপুরে ৯৯৯-এর ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। স্থানীয়দের কাছে জানতে পেরেছি দুপুরে কোনো এক নারী বোরকা পড়ে বাসায় ঢুকেছিল। এই বাড়িতে সিসিটিভি রয়েছে, সেগুলোর ফুটেজ দেখার চেষ্টা করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell