বুধবার ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৯:৪১
শিরোনামঃ
জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব-উপদেষ্টা আসিফ নজরুল। বিএনপি মানুষের অধিকার রক্ষায় বিশ্বাসী: এড. টিপু সুবর্ণ জয়ন্তী বর্ষে প্রতিমার আবরণ উন্মোচন করলেন, জি বাংলা খ্যাত ” ফুলকি”(দিব্যানী মন্ডল)। রক্ষক পুলিশের বক্ষক কান্ড-১২ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য কারাগারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ-শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা কিছু প্রয়োজন,তা করবেন” প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের টানা আন্দোলনের মুখে বাড়িভাড়া ১৫ শতাংশ করার সিদ্ধান্ত-দুই পক্ষের মধ্যে ‘সমঝোতা’ প্রমিস সেন্টারে সারা বাংলা অঙ্ক ও ব্রেন স্কিল প্রতিযোগিতা সম্পন্ন সাংবাদিক জাহিদুল ইসলামের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি-নগর সংবাদ পরিবারের তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত শুনানি আজ সিরাজগঞ্জের চৌহালীতে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ

বিএনপি মানুষের অধিকার রক্ষায় বিশ্বাসী: এড. টিপু

shahalam
  • প্রকাশিত: অক্টোবর, ২২, ২০২৫, ৯:৪১ পূর্বাহ্ণ
  • ১১ ০৯ বার দেখা হয়েছে
বিএনপি মানুষের অধিকার রক্ষায় বিশ্বাসী: এড. টিপু
ছবি: মোঃ শাহ্ আলম মোল্লা

আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে হত্যা করে দেশে একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করেছে। তারা জনগণের অধিকার কেড়ে নিয়েছে, বাকস্বাধীনতা হরণ করেছে। মানুষের ভোটারধিকার কেড়ে নিয়েছে। সাথে কেড়ে নিয়েছে মানুষের মানবাধিকার।  তিনি বলেন, বিএনপি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন, সুশাসনভিত্তিক ও জনগণের অধিকারনির্ভর রাষ্ট্র গড়তে চায়।

 

তিনি আরো বলেন, আওয়ামী লীগ একটা চোরের দল, লুটের দল, খুনির দল, চাদাঁবাজির দল। আমি বলতে চাই যদি সারদিন আওয়ামী লীগের ব্যার্থতার কথা বলি তা বলে শেষ হবে না। শেখ হাসিনা কাজের বুয়াদের মত কথা বলে আর আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মানুষকে সম্মান দিয়ে কথা বলেন।

 

মঙ্গলবার ( ২১ অক্টোবর ) বিকেল চারটায় শহরের নন্দীপাড়ায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা অন্তর্গত ১৪নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠানে  প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এসব কথা বলেন।

 

তিনি বলেন, “১৪ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ মহানগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। মনে রাখবেন আমাদের অভিভাবক ও দলীয় নেতৃত্বের নির্দেশ খুবই পরিষ্কার: কোনো ধরনের সন্ত্রাস, মাদক বা অশালীন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকা চলবে না। আমরা একটি আদর্শভিত্তিক, নীতিনিষ্ঠ ও গণতান্ত্রিক দল।”

 

তিনি সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন: “আপনারা প্রত্যেকে আপনার এলাকার প্রতিটি ঘরে ঘরে যান, মানুষের কথা শুনুন, ৩১ দফার বার্তা পৌঁছে দিন, জনগণকে বিশ্বাস করান বিএনপি ক্ষমতায় এলে এই দেশ হবে ন্যায়, সমতা ও স্বাধীনতার সত্যিকারের বাংলাদেশ।”

 

তিনি জামায়েত ইসলামকে উদ্দেশ্য করে বলেন, আমরা সবাই মুসলমান আমরা ইসলামের পাচঁটি স্তম্বে বিশ্বাষ করি  আমরা ও নামাজ পড়ি তাহলে আমরা মসজিদে গিয়ে গোল টেবিল বৈঠক করি না। আর তা ইসলামের কথা বলে আর বলে তাদের ভোট দিলে জান্নাতে যাবে এটা কোন হাদিসে আছে? তার বলে পিআর পদ্ধতি ছাড়া ভোটে যাবে না আবার একই বৈঠকে বলেন দাড়ি পাল্লায় ভোট দেন আরে ভাই এক মুখে কয় কথা বলেন?

পরে শ্লোগানে শ্লোগানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা কর্মসূচির লিফলেট ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির ও নেতাকর্মীরা।

 

মহানগর ১৪নং ওয়ার্ড  বিএনপির সভাপতি হাজী মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি  নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, সদস্য ডা. মজিবুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ।

 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিত মোস্তাকিম শিপলু, ১৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল মোলল, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, সহ-সাংগঠনিক রিপন হাসান, কোষাধ্যক্ষ জোবায়ের আহমেদ, সদস্য তরিকুল ইসলাম হামীম, মোদ্দাসের হোসেন তানজিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিবলীসহ বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell