মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ২:২২
শিরোনামঃ
Logo মনে পড়ে // কবি-সৈয়দা ফেরদৌস সুলতানা। Logo চৌহালী উপজেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত Logo গরুর সাথে এ কেমন শক্রতা.. খামারিকে আটকে গোয়াল ঘরে আগুন, ৭ গরু দগ্ধ, এক বাছুরের মৃত্যু Logo রাষ্ট্রের প্রতিটি জায়গায় নিরাপত্তা সমৃদ্ধি উন্নয়নে কাজ করে যাচ্ছে আনসার Logo পিকনিকের বাস থেকে মাথা বের করায় সড়কের পাশের গাছের সঙ্গে আঘাত লেগে শিক্ষার্থীর মৃত্যু  Logo আশুলিয়ায় ডিউটি শেষে কারখানা থেকে বাসায় ফেরার পথে নারী শ্রমিকের মৃত্যু Logo এনায়েতপুরে  দেড়শতাধিক পরীক্ষর্থীকে বিদায় সংবর্ধনা Logo গুলিতে মৃত্যু: ১১ বছর পর জামায়াত-শিবিরের তিন কর্মির লাশ উত্তোলন Logo ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক। Logo রাজধানী বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি সোনা ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা নেতা-কর্মীদের ইট পাটকেল নিক্ষেপ -পুলিশের সংঘর্ষে একজন নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২, ২০২২, ১:৩৫ পূর্বাহ্ণ
  • ১৫৯ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা নেতা-কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ -পুলিশের সংঘর্ষে একজন নিহত

নারায়ণগঞ্জে বিএনপি ও পুলিশের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে।

পুলিশ বলছে, বিএনপির নেতাকর্মীরা অনুমতি ছাড়াই কর্মসূচি পালন করছিলেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। তবে বিএনপি নেতাদের দাবি, কয়েকদিন আগে থেকেই অনুমতি নেওয়া হয়েছে। প্রশাসনকে জানিয়েই তারা কর্মসূচি পালন করছিলেন।

পুলিশের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল চার্জ করেন- পুলিশ সুপার

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নারায়ণঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর ১২টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। এ সময় মুহুর্মুহু টিয়ারশেল, রাবার বুলেট ও গুলি বর্ষণের আওয়াজে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। দফায় দফায় সংঘর্ষে

ও বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী আহত হন। নিহত হয়েছেন একজন।

‘গণতান্ত্রিক দেশে কোনো মিছিল, মিটিং, সমাবেশ করতে হলে অনুমতির প্রয়োজন আছে। বিএনপি এখানে মিছিল করবে আমরা কিন্তু এ বিষয়ে কিছু জানি না। আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। তার প্রতিনিধিও এখানে আছেন। তিনিও জানেন না। তারা রাস্তা অবরোধ করে মানুষের জানমালের ক্ষতি করে সমাবেশ করার চেষ্টা করছিলেন। আমরা তাদের ভালোভাবে অনুরোধ করে বলেছি রাস্তা অবরোধ করে সমাবেশ করার বিধান নেই। আপনাদের যদি করতে হয় তাহলে অন্য কোনো চিন্তাভাবনা করেন।’

তিনি বলেন, ‘তারা আমাদের কথা না শুনে পুলিশের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল চার্জ করেন। আমরা জনগণের জানমালের ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য আমাদের যে আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার সেটা নিয়েছি।’No description available.

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম রবি নগর সংবাদকে বলেন, ‘আমি অ্যাডিশনাল এসপির সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন মেইন সড়কে যানজট করা যাবে না। পরে আমি আমাদের নেতাকর্মীদের মেইন রোড থেকে সরিয়ে দিলাম। এরপর আমি তাকে বললাম আমি রওনা হবো। বিভিন্ন এলাকা থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আসছেন, তারা চলে যাবে। তারা তো শহরের চাষাঢ়ায় গিয়ে গাড়িতে উঠবে। তিনি বললেন রাস্তায় যেন যানজট না হয়। আমি বললাম ঠিক আছে। আমি রওনা হই, আমার সঙ্গে নেতাকর্মীরাও রওনা হয়। আর তখনই আমাদের ওপর হামলা করা হয়। পুলিশের হামলায় আমাদের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে।’

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু নগর সংবাদ কে বলেন, ‘আজ আমাদের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সেজন্য শান্তিপূর্ণ শোভাযাত্রার জন্য ডিসি-এসপিকে অবগত করে আমরা ছয় দিন আগেই জেলা বিএনপির আহ্বায়কের নেতৃত্বে চিঠি দিয়েছিলেন। আমরা তাদের অবগত করেই আজকের পোগ্রামের আয়োজন করি। হঠাৎ পুলিশ এসে আমাদের বাধা দেয়।’

তিনি বলেন, ‘আমরা তাদের বলেছি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে চলে যাবো। তারা বলেন না, করতে পারবেন না। পরে আমরা বলি ঠিক আছে হেঁটে চলে যাই। কিন্তু তারা আমাদের হেঁটে যেতেও দেবেন না। পরে জেলা বিএনপির নেতাকর্মীরা আসতেই টিয়ারশেল, গুলিসহ যা আছে সবকিছু নিয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। আমাদের প্রায় ২০০ নেতাকর্মী আহত হয়েছেন। একজন মারা গেছে।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell