রবিবার ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১০:১২
শিরোনামঃ
কুমিল্লায় বাড়ি থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার-জড়িত কেউ রেহাই পাবে না বিএনপি ক্ষমতায় এলে সরকারি চাকরি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কীভাবে সহজ করা যায় তা নিয়ে চিন্তা করবে-তারেক রহমান অজ্ঞান পার্টির মূল হোতা নিজেই জ্ঞান হারিয়ে ফেলেন তার কাছে থাকা জুস পান করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ৩০ আগস্ট সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে -সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম রাজধানীতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ-আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে উপদেষ্টা আসিফ নজরুল,অবরুদ্ধ করে নেতাকর্মীরা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন পূর্ণ প্যানেলে জয়-সরকার হুমায়ুন কবির ও অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের নেত্বাধীন প্যানেল’জামায়াত প্যানেল ভরাডুবি চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান আড়াইহাজারে আগ্নেয়াস্ত্র হাতে এক তরুণের ভিডিও ভাইরাল,আটক তরুণ গাজীপুরের শ্রীপুরে নারীকে গলা কেটে হত্যা করে মাটিচাপা,লাশ উদ্ধার

বিকাশের নামে প্রতারণা-ছাতকে লটারি কথা বলে ১লক্ষ ৫ হাজার ৫’শত টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৯, ২০২১, ২:১২ পূর্বাহ্ণ
  • ৩০৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। সেলিম মাহবুব,ছাতক(সুনামগঞ্জ)থেকেঃ ছাতকে লটারি লেগেছে প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে ১লক্ষ ৫ হাজার ৫’শত টাকা। ১৭ জুলাই শনিবার সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ পয়েন্টে ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী যুবক স্থানীয় গোবিন্দনগর গ্রামের মৃত এস, এ গোলাম মোস্তফা’র পুত্র ফয়জ্জুল্লাহ ( ২১) জানায় তার ব্যবহিত ০১৬০৮৩১১৯৮৫ নাম্বারে অজ্ঞাতনামা ব্যক্তি ০১৬০৮৫৫৫৩৫৩ নাম্বার থেকে ফোন দিয়ে এয়ারটেল অফিসের ম্যানেজার পরিচয়ে ৫ লক্ষ টাকার লটারি লেগেছে বলে জানায় এই টাকা গুলো পেতে ঘন্টার মধ্যে ১লক্ষ ৫ হাজার ৫’শত টাকা পাঠানোর কথা বলে। টাকা পাঠানোর সাথে সাথে তাকে তার ব্যক্তিগত একাউন্টে জমা দেওয়া হবে বলে জানায় প্রতারক। টাকার লোভে পরে সে স্থানীয় গোবিন্দগঞ্জ পয়েন্টে গোলচত্বর পাশে মখবুল টেলিকমে গিয়ে প্রতারকের দেওয়া নাম্বারে টাকা পাঠাতে বলে। তার কথা অনুযায়ী ব্যবসায়ী মখবুল হোসেন প্রতারণায় শিকার ফয়জ্জুল্লহ’র দেয়া ০১৯১৭৪১১৯৬৮ – ০১৯১৭৪১২৭৭৫ নাম্বারে মখবুল টেলিকমে থেকে বিকাশ এজেন্ট ও পার্সোনাল বিভিন্ন নাম্বার থেকে ৫৬,৫০০ টাকা এবং নগদ এজেন্ট পার্সোনাল নাম্বার থেকে ০১৬০৮৫৫৫৩৫৩ নাম্বার ও ০১৬৮৫৫৫৩৫১ নাম্বারে ৪৯,০০০ হাজার টাকা পাঠায়। টাকা পাঠানোর সাথে সাথে ব্যবসায়ী মখবুল হোসেন ফয়জুল্লাহ কে তার টাকা দিতে বলে তখন সে টাকা দিতে পারে না মূলত তার কাছে নগদ টাকা নেই। বিষয় টি মখবুল হোসেন তার আত্বীয় স্বজন কে অবগত করেন। ফয়জ্জুল্লার আত্বীয় লায়েক মিয়া তার দোকানে এসে তিনি টাকার জামিন হয়ে কাজী টেলিকমের ব্যবসায়ী নজরুল ইসলাম, স্থানীয় লিয়ন মিয়া, এনাম আহমদ, ফয়েজ আহমদ, সুজেল, সুজন তালুকদারসহ উপস্থিতি জনের সামনে নগদ ২০ হাজার টাকা পরিশোধ করে বাকী টাকা পরিশোধ করা হবে বলে ব্যবসায়ী মখবুল হোসেন কে শান্তনা দেন।ঐদিন রাতেই প্রতারনায় শিকার হওয়া ফয়েজ্জুল্লাহ’র বড় ভাই মোঃ ইমাদ উল্লাহ ছাতক থানায় হাজির হয়ে উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অজ্ঞাতনামা ব্যক্তির নাম্বার সহকারে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।##

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

Archive Calendar

© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell