বিগ ব্রেনই ব্রিলিয়ান্স নলেজ হাবের উদ্যোগে, বেশ কয়েকজন ডক্টর পেলেন ও কয়েকজনকে ব্যান্ড অ্যাম্বাসর্টার স্বীকৃতি পেলেন।
রিপোর্টার,, কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
আজ মৌলালি যুব কল্যাণ দপ্তরের ,স্বামী বিবেকানন্দ অডিটোরিয়ামে সকাল দশটায় ,প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে একটি সুন্দর অনুষ্ঠানের শুভ সূচনা হয়,,,। ইন্টারন্যাশনাল এডুকেশন এন্ড বিজনেস কনক্লেভ ২০২৩ ও বিগ ব্রেইন বিলিয়ান্ট নলেজহাব এর উদ্যোগে এবং প্রফেসর ডঃ প্রতীক মুঙ্গেকর পরিচালনায়, বেশ কয়েকজনকে ডক্টরেট উপাধি দেন
এবং ছোট ছোট ছেলেমেয়েদের বিভিন্ন বিষয়ের উপর উৎসাহিত করতে তাদের হাতে ইয়ং ব্র্যান্ড অ্যাম্বাসেডার সম্মান তুলে দেন, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত এবং সারা ভারত বর্ষ থেকে আগত সম্মানীয় ব্যক্তিরা, এর সাথে এই মঞ্চে কেক কেটে একটি ইউনিভার্সিটি শুভ সূচনা করলেন,, ইউনিভার্সিটি নাম দেওয়া হয়. ইউনিভার্সিটি অফ এক্সপোটাইজ এবং বিগ ব্রেইন কেরিয়ার মেন্টরসিপ.যে সকল সম্মানীয় অতিথিরা ডক্টরেট পেলেন তারা হলেন ডক্টর অসীম আচারিয়া চৌধুরী, ডঃ অভির মিত্র ডঃ শেখর বিশ্বাস ডঃ রঞ্জিত দত্ত ডোমেলা পাল ডক্টর সুমাশ্রী পাল
, এবং যে সকল ছেলেমেয়েরা ইয়ং ব্র্যান্ড অ্যাম্বাসরডার পেলেন, তারা হলেন অনুষ্কা বর্মন, পিয়াস আগারওয়াল ,নিধি নন্দী, প্রসেনজিৎ ,মিস্টার অতুনাভ নন্দী, সংকল্প ,আরয়া ভট্টাচার্য অম িত শর্মা ও অন্যান্যরা,। এদের হাতে মানপত্র ও মোমেন্টো তুলে দিয়ে নিজেদেরকে ধন্য মনে করলেন ইউনিভার্সিটি সকল কর্মধাররা, তাহাদের উদ্দেশ্য কি এবং কেন এই ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীরা ভর্তি হবেন এবং তাদের জন্য কি কি সুবিধে রয়েছে ,সকল কিছু তুলে ধরলেন বিগবেনের কর্ণধার জানালেন, বিগ ব্রেইন ব্রিলিয়ান্ট মানেই, জ্ঞান হাব,
আমরা এখানে জ্ঞান ছড়িয়ে দিতে আর ও শিক্ষাবিদের স্বপ্ন দ্রষ্টা তৈরি করায় আমাদের উদ্দেশ্য এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি মুক্তধর্মীয় সমাজ তৈরি করা, মা-বাবা সুশিক্ষিত হলে শিশুরাও আপনা আপনি পথে চালিত হয়, আমাদের লক্ষ্য হলো এক লক্ষ মানুষকে তাদের স্বপ্ন বোঝাতে সাহায্য করা, এছাড়াও আমরা বিভিন্ন বিষয়ের উপর আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রশংসা পত্র দেওয়ার চেষ্টা করছি,, আন্তর্জাতিক আইকন পুরস্কার, যেমন .বছরের সেরা শিক্ষা প্রতিষ্ঠান, সেরা সংগঠন, সেরা এনজিও ,সেরা শিক্ষাবিদ, সেরা শিক্ষক, সেরা বক্তা, সেরা কোচ, সেরা মিডিয়া, সেরা লেখক, সেরা কোরিওগ্রাফার, সেরা অভিনেতা অভিনেত্রী ,সেরা পরিচালক, সেরা বুটিক, সেরা শিল্পী, সেরা মডেল ইত্যাদি,,
প্রায় চার থেকে ৫০০ সম্মানীয় অতিথি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাহার জানান সুন্দর একটি অনুষ্ঠানে আমরা আসতে পেরে নিজেদের ধন্য মনে করেছি এবং যেভাবে সকলকে সম্মানিত করলো সত্যিই আরো একধাপ তাদের এগিয়ে দিল এবং তাদের মনোবল শক্ত করে দিল এই বিগবেন আগামী দিলে আরো ভালো করে এগিয়ে চলুক এবং ছেলে মেয়েদের পাশে দাঁড়া এটাই কাম্য। এবং সকল ছাত্র-ছাত্রীদের এইভাবে উৎসাহিত করে তাদের মনোবল কে আরও শক্ত করুক। এর সাথে সাথে সম্মানীয় ব্যক্তিরা জানালেন আজ আমরা ধন্য এই রকম একটি মানুষকে পাশে পেয়ে এবং তাদের উদ্যোগকে, আমরা কখনো ভাবি নি এই ভাবে আমাদের সম্মানিত করবেন আমাদের পাশে দাঁড়াবেন আমরা চির কৃতজ্ঞ।
ইউনিভার্সিটি অফ এক্সপ্রোটাইজ এবং বিগ বেইন কেরিয়ার মেন্টার সিপকে , যাহারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এবং দায়িত্ব নিয়ে এগিয়ে চলার পথ দেখিয়েছেন এবং অনুষ্ঠানকে সুন্দরময় করে তুলেছিলেন, তারা হলেন ডক্টর অর্চনা বর্মন সভাপতি ,ডক্টর জয়ন্তী বসাক, মিস্টার সমিরন ভট্টাচার্য সহ প্রতিষ্ঠাতা ,মিস্টার তাপস চৌধুরী মার্কেটিং হেড, ডক্টর বিকাশ শর্মা সহ প্রতিষ্ঠাতা ও অন্যান্য সহযোগীরা,। সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন, সংস্থার প্রতিষ্ঠাতা এবং কর্ণধার প্রফেসর ডঃ প্রতীক মুঙ্গেকর.।