নওগাঁ প্রতিনিধি:
বিয়ের প্রলোভন দেখিয়ে তিন বছর ধরে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বসবাসের পর স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও এনআইডি কার্ড নিয়ে পালানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী নারী মোছাঃ শিউলি আরা (২৭) গত ২০ নভেম্বর থেকে দ্বারে দ্বারে ঘুরে অবশেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত যুবকের নাম রমজান আলী (৩১)। তিনি নওগাঁ জেলার আত্রাই উপজেলার চক শিমলা গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি জামগড়া গফুর মন্ডল স্কুল রোডের পাশে, শফিকুল ইসলাম এর ভাড়াবাড়ির ভাড়া বাসা নিয়ে বসবাস করতেন। ঘটনার বিবরণ অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সাল থেকে শিউলি আরার সাথে রমজান আলীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ ৩ বছর বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের পর, ২০২২ সালে শিউলি বিয়ের জন্য চাপ দিলে রমজান ‘কথিত কাজী’ ডেকে বিয়ের নাটক সাজান। এরপর তারা আশুলিয়ার জামগড়া এলাকায় শফিকুল ইসলামের বাড়িতে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া থাকতে শুরু করেন। গত ২০ নভেম্বর ভোরে শিউলি ঘুমিয়ে থাকা অবস্থায় রমজান বাসা থেকে নগদ ৮৭ হাজার টাকা, প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার এবং শিউলির এনআইডি কার্ড নিয়ে পালিয়ে যান। পরে ২১ নভেম্বর ফোনে রমজান জানান, তিনি অন্য মেয়েকে বিয়ে করেছেন এবং শিউলির সঙ্গে সংসার করবেন না। কান্নাজড়িত কণ্ঠে শিউলি আরা বলেন: ও আমাকে বিয়ের নামে এতদিন শুধু ব্যবহার করেছে। আমি যখনই কাবিননামার কথা বলতাম, ও নানা বাহানা করত। এখন টাকা-পয়সা আর আমার গয়না নিয়ে পালিয়েছে। ফোনে বলছে অন্য কাউকে বিয়ে করেছে। আমি এখন সমাজকে কী মুখ দেখাব? আমি এর বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত রমজান আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিয়ের বিষয়টি অস্বীকার করে বলেন: শিউলির সাথে আমার পরিচয় ছিল ঠিকই, কিন্তু আমাদের কোনো বিয়ে হয়নি। সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে। আমি কোনো টাকা বা গয়না নিইনি। ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েও কোনো সমাধান না পাওয়ায় শিউলি আরা থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা চলছে।