মোঃ নুরুল ইসলাম আটক মোঃ জাহিদ হোসেন,
দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের তেতড়া বিওপি ক্যাম্পে কর্মরত বিজিবি সদস্যরা শুক্রবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে ৩৯৪ বোতল ফেন্সিডিলসহ মোঃ নুরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তেতড়া বাজার সংলগ্ন এলাকায় মোঃ নুরুল ইসলামের হেফাজতে বিপুল পরিমাণে ভারতীয় ফেনসিডিল রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তেতড়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ৩৯৪ বোতল ফেন্সিডিলসহ মোঃ নুরুল ইসলামকে আটক করে ১৯ অক্টোবর শনিবার সকাল ৯টার সময় জব্দকৃত ফেন্সিডিলসহ বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসান জাহিদ সরকারের নিকট হস্তান্তর করলে বোচাগঞ্জ থানা পুলিশ নিয়মিত মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিকে দিনাজপুর কারাগারে প্রেরন করেছে।