সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১:৫৬
শিরোনামঃ
দুই নারীকে গরম পানির সঙ্গে মরিচের গুড়া মিশিয়ে ঝলসে দেওয়ার ঘটনায় আটক ৬ স্বর্গীয় অজিত রায় এবং রমা রায়ের স্মৃতি উদ্দেশ্যে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে-বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর নিহত স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর লাশ ১১ টুকরো করে গুম করার চেষ্টা,ঘাতক স্বামীকে গ্রেফতার রাজধানীতে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা-৪ জন গ্রেফতার বাবা দীপক মেয়ে রাধিকাকে গুলি করে হত্যা চুয়াডাঙ্গা ঋণের টাকা পরিশোধ করতে না পারায় অফিসের বারান্দায় তালাবদ্ধ করে রাখার অভিযোগ কলকাতার অক্সফোর্ড বুক স্টোরে শুভ সূচনা হলো, লেখক দেবাশীষ ভৌমিকের – চতুর্থ বই,” ফার্স্ট ডে আট ওয়ার্ক “

ভবানীপুর ৭৫ পল্লীর, ৫৯ তম খুঁটি পূজার শুভ সূচনা হয়ে গেল।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২১, ২০২৩, ১:৪৫ পূর্বাহ্ণ
  • ১৬০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ভবানীপুর ৭৫ পল্লীর, ৫৯ তম খুঁটি পূজার শুভ সূচনা হয়ে গেল।

 কলকাতা থেকে,, শম্পা দাস ও সমরেশ রায়

আজ ২০শে আগস্ট রবিবার, ঠিক দুপুর ১২ টায়, ভবানীপুর, দেবেন্দ্র ঘোষ রোডের সংযোগস্থলে, ৭৫ পল্লীর দুর্গা পুজোর আহ্বান জানিয়ে, এবং সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ও পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পূজার শুভ সূচনা হলো, আর এই খুঁটি পূজার সাথে সাথে ভবানীপুর ৭৫ পল্লীর সদস্যদের উৎসাহ , তার সাথে সাথে আজ থেকে শুরু হয়ে যায় তাদের কাজের কর্মধারা এবং তরজোড়, এবারে ৭৫ পল্লী দুর্গা পূজা ৫৯ তম বছরে পদার্পণ করল ,

No description available.

শুধু তাই নয় পূজোর কর্ণধার, তিনি এই বছর ২৫ জনের একটি কমিটি গঠন করেন ইয়ং ছেলেদের নিয়ে, তার সাথে থাকছে এলাকার সকল মহিলা বৃন্দরা, পুজো কমিটির সম্পাদক বলেন ,আমি এতদিন এই পুজো চালিয়ে এসেছি, সবার সহযোগিতা নিয়ে তাই এবারে আমি কমিটিতে ঠিক করেছি, নতুন ছেলে মেয়েদের সুযোগ দিতে, তাই আজ খুঁটিপুজোর মধ্য দিয়ে তাদের উপর দায়িত্ব দিলাম, আজকের খুঁটিপুজোর শুভ সূচনায় উপস্থিত ছিলেন কামারহাটির বিধায়ক ,

No description available.

সংগীত শিল্পী ও অভিনেতা মদন মিত্র মহাশয়, যিনি প্রথম,,, ও লাভলী,,, সিনেমায় অভিনয় করেছেন, উপস্থিত ছিলেন সমাজসেবী কার্তিক ব্যানার্জী, কাউন্সিলর পাপিয়া সিং, কাউন্সিলর সন্দীপ রঞ্জন বকশী, কাউন্সিলর অসীম বসু, কাউন্সিলার কাজরী ব্যানার্জী, কাউন্সিলর দেবলীনা থেকে শুরু করে ,তৃণমূল ইয়ুথ কংগ্রেসের স্টেট সেক্রেটারী সায়ন দেব চ্যাটার্জী ,এছাড়া উপস্থিত ছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তী এবং ও লাভলী সিনেমার সকল নায়ক নায়িকা,

No description available.

এবং উপস্থিত ছিলেন কমিটির প্রেসিডেন্ট বাবলু সিং সহ অন্যান্য সদস্যরা, সকলের হাত ধরে যেমন এই খুঁটি পূজার শুভ সূচনা হয়ে গেল ,তেমনি ঢাকের কাঠিতে সূচনা হলো দেবীর আগমন আর দুটো মাস বাকি, আর এখন থেকেই প্রতিটি ক্লাবে শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি, প্রতিবছরি 75 পল্লী ক্লাব বিভিন্ন পুরস্কারে ভূষিত হন তাদের থীমে ও প্রতিমায়, কিন্তু তারা কোনদিন আগে থেকে প্রকাশ করতে চাননি তাদের থিমের পরিকল্পনা, ৭৫ পল্লীর পূজো মানেই একটা আলাদা আলোড়ন দর্শকদের কাছে ও পুজো অনুরাগীদের কাছে,

No description available.

কিন্তু ভবানীপুর ক্লাবের সদস্যরা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন সকল দর্শনার্থীদের , যাতে কোনরকম অসুবিধে না হয়, আর একটা কর্মকাণ্ড সারা বছর ধরে ভবানীপুর ৭৫ পল্লীর ,সমাজ সেবা নিয়ে কাজ করা, শুধু তাই নয় পুজোর থেকে কিছু পয়সা বাঁচিয়ে বিভিন্ন সামাজিক কাজে দুস্থ মানুষের পাশে সেবা করে যান।

No description available.

রক্তদান থেকে শুরু করে চক্ষু পরীক্ষা চক্ষু অপারেশন দুস্থ পরিবারের ছেলে মেয়েদের বই খাতা প্রদান, শীতের মরশুমে কম্বল বিতরণ, জামা কাপড় বিতরণ, স্বাস্থ্য পরীক্ষা শিবির কোন কিছুই বাদ দেননি ভবানীপুর ৭৫ পল্লী ক্লাব, সমাজের কল্যাণের জন্য এবং এলাকার পিছিয়ে পড়া মানুষদের জন্য তারা কাজ করে চলেছেন।

No description available.

এর সাথে সাথে আজ ভবানীপুর ৭৫ পল্লী ক্লাবে ,বিধায়ক মদন মিত্রের উপস্থিতিতে এবং সকল অভিনেতা-অভিনেত্রীর উপস্থিতিতে ,,ও লাভলী,, সিনেমার একটি গান পরিবেশিত হল নৃত্যের মধ্য দিয়ে এবং সবাইকে আমন্ত্রণ জানালেন ২৫ শে আগস্ট বইটি দেখতে যাওয়ার জন্য ও কেমন হয়েছে মতামত দেয়ার জন্য, ভবানীপুর ৭৫ পল্লী ক্লাব মাননীয় বিধায়ক মদন মিত্র মহাশয়ের দান অপরিসীম, তিনি এই ক্লাবটিকে নিজের বলে মনে করেন, তাই তাদের পাশেই সবসময় তিনি আছেন ,থাকবেন বলে জানালেন। শুধু তিনি না ,যে সকল কাউন্সিলার এসেছিলেন তারাও একই কথা জানিয়ে গেলেন, ।

শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগরOpen photo সংবাদ  ২৪ ডটকম,কলকাতা  ব্যুরো

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell