ইসকন আয়োজিত , গুরু পূর্ণিমা মহোৎসব ও দোল উৎসব ২০২৪ আজ ২৪ শে মার্চ রবিবার, ইসকন আয়োজিত, গুরু পূর্ণিমা ও দোল যাত্রা উপলক্ষে ২৪শে মার্চ ও ২৫ শে মার্চ এই দুইদিন বিভিন্ন মহোৎসব পালিত হচ্ছে, আজ বিকেল চারটায়, ভক্তদের সমাগমে, রাধা কৃষ্ণ কে আবীর মাখিয়ে নিজেরাও আবিরে রঙিন হয়ে নগরকীর্তনে বেরোলেন ইসকন মন্দিরের ভক্তরা ও শিষ্যরা, দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত আজ এই নগরকীর্তনে শামীল হন,
গুরুসদয় রোড থেকে রাধা কৃষ্ণ কে নিয়ে ভক্তরা এগিয়ে চলেন মিন্টু পার্ক ঘুরে পুনরায় তারা গুরুসদয় ইসকন মন্দিরে ফিরে আসেন , এবং সারা রাস্তা আবীরে রঙিন করে তোলেন, শুধু তাই নয় সকলের মুখে একই কন্ঠে ধ্বনিত হয়, হরে কৃষ্ণ হরে রাম , খোল ও খপ্তালের বাজনার সাথে মহিলাদেরও এতটুকু উদ্দাম কমেনি।
সবাই রাধা কৃষ্ণের আগে আগে হরির নাম করতে করতে এগিয়ে চলেন, মহোৎসব উপলক্ষে থাকছে ২৪শে মার্চ সন্ধ্যা আরতি, মহাপ্রসাদ বিতরণ, ২৫শে মার্চ সকাল আটটায় গুরুপূজো ,সাড়ে আটটায় শ্রীনগর দর্শন, রাধা গোবিন্দ মন্দিরে, এরপর ইসকন হাউসে কীর্তন ,গুরু কথা ,প্রাইজ বিতরণ ও মহা আরতি ও মহাপ্রসাদ বিতরণ চলবে।
দিকেই যখন সবাই রঙিন রঙে মেতে উঠবে ,সেই সময় ইসকনে মন্দিরে চলবে নাম গান ও আরতী এবং পূজা । রাধা কৃষ্ণের জয়ধ্বনি ও ভক্ত ও শিষ্যদের উল্লাস।। আজ থেকেই দূর দূরান্ত থেকে ভক্তরা এসে জমায়েত হচ্ছেন মন্দিরের সামনে।
আজ বিকেল চারটায়, ভক্তদের সমাগমে, রাধা কৃষ্ণ কে আবীর মাখিয়ে নিজেরাও আবিরে রঙিন হয়ে নগরকীর্তনে বেরোলেন ইসকন মন্দিরের ভক্তরা ও শিষ্যরা, দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত আজ এই নগরকীর্তনে শামীল হন,
গুরুসদয় রোড থেকে রাধা কৃষ্ণ কে নিয়ে ভক্তরা এগিয়ে চলেন মিন্টু পার্ক ঘুরে পুনরায় তারা গুরুসদয় ইসকন মন্দিরে ফিরে আসেন , এবং সারা রাস্তা আবীরে রঙিন করে তোলেন, শুধু তাই নয় সকলের মুখে একই কন্ঠে ধ্বনিত হয়, হরে কৃষ্ণ হরে রাম , খোল ও খপ্তালের বাজনার সাথে মহিলাদেরও এতটুকু উদ্দাম কমেনি।
সবাই রাধা কৃষ্ণের আগে আগে হরির নাম করতে করতে এগিয়ে চলেন, মহোৎসব উপলক্ষে থাকছে ২৪শে মার্চ সন্ধ্যা আরতি, মহাপ্রসাদ বিতরণ, ২৫শে মার্চ সকাল আটটায় গুরুপূজো ,সাড়ে আটটায় শ্রীনগর দর্শন, রাধা গোবিন্দ মন্দিরে,
এরপর ইসকন হাউসে কীর্তন ,গুরু কথা ,প্রাইজ বিতরণ ও মহা আরতি ও মহাপ্রসাদ বিতরণ চলবে। দিকেই যখন সবাই রঙিন রঙে মেতে উঠবে ,সেই সময় ইসকনে মন্দিরে চলবে নাম গান ও আরতী এবং পূজা । রাধা কৃষ্ণের জয়ধ্বনি ও ভক্ত ও শিষ্যদের উল্লাস।। আজ থেকেই দূর দূরান্ত থেকে ভক্তরা এসে জমায়েত হচ্ছেন মন্দিরের সামনে।