শুক্রবার ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৪:০৪
শিরোনামঃ
Logo দলীয় শৃঙ্খলা ভঙ্গ মুন্সিগঞ্জে দুই নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। Logo গণঅভ্যুত্থানে নিহতের পরিবার ‌ও আহতদের দীর্ঘমেয়াদে পুনর্বাসন করা হবে-উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। Logo (জাবি) শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা হত্যায় ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার Logo (ঢাবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। Logo অতিরিক্ত সচিব মো.ফজলুর রহমানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে Logo নায়ক সালমান শাহ’র ৫৩’তম জন্মদিন আজ Logo অপু বিশ্বাসের মায়ের মৃত্যুবার্ষিকী,তোমার স্মৃতি আমাকে সাহস দেয় Logo বিচ্ছেদের এক বছর পূর্ণ,দিনটি অন্যরকম উদযাপন করলেন পরী Logo উজিরপুরে গাছ কাটতে গিয়ে গাছ ব্যবসায়ীর মৃত্যু Logo বয়সসীমা পরিবর্তন করে ৩৫ বছরের কম নির্ধারণ করলে আন্দোলন চালিয়ে যাবেন

ভারত দমদম পুরসভা এলাকায় এই ছবির বদল ঘটছে না,রাস্তার ধারে যত্রতত্র গাড়ির পার্কিং-বাসিন্দাদের অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৫, ২০২৩, ৩:০০ অপরাহ্ণ
  • ৬৮ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

 

ভারত দমদম পুরসভা এলাকায় এই ছবির বদল ঘটছে না,রাস্তার ধারে যত্রতত্র গাড়ির পার্কিং-বাসিন্দাদের অভিযোগ

শুভাষ সাহা।।

রাস্তার পরিসর এমনিতেই কম। অথচ, রাস্তার ধারে যত্রতত্র গাড়ির পার্কিং। যেখানে রাস্তার পরিসর তুলনায় একটু বেশি, সেখানেও একই ছবি। কোথাও অটো, কোথাও বা রিকশার স্ট্যান্ড। দমদম পুরসভা এলাকায় এই ছবির বদল ঘটছে না। যশোর রোড থেকে শুরু করে পাড়ার সঙ্কীর্ণ রাস্তা কিংবা অলিগলিতেও এই সমস্যা দেখা যাচ্ছে। সামাজিক কিংবা সাংস্কৃতিক কোনও অনুষ্ঠান থাকলে সমস্যা আরও বাড়ে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সমস্যার সমাধানে প্রশাসনের কোনও রকম হেলদোল নেই।
সমস্যা যে রয়েছে, সে কথা মেনে নিয়েও পুরসভার দাবি, পরিকল্পনা থাকলেও পর্যাপ্ত জমির অভাবে কিছু করা যাচ্ছে না। তা সত্ত্বেও কী ভাবে সমস্যা মেটানো যায়, তা নিয়ে পর্যালোচনা চলছে। পি কে গুহ রোড, নির্মল সেনগুপ্ত সরণি থেকে
শুরু করে যশোর রোডের সর্বত্রই চলছে অবৈধ পার্কিং। এ ছাড়া, ছোটখাটো রাস্তাতেও এই সমস্যা রয়েছে বলে অভিযোগ। বাসিন্দারা জানাচ্ছেন, বসতির সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে গাড়ির সংখ্যা।
প্রতিদিন বাইরে থেকেও অনেক গাড়ি এলাকায় ঢোকে। স্থানীয় বাসিন্দা দেবব্রত বসুর কথায়, ‘‘এই এলাকায় গাড়ি রাখার সুবন্দোবস্ত প্রয়োজন। এ বিষয়ে দীর্ঘমেয়াদি

পরিকল্পনা করা দরকার।’’ ট্র্যাফিক পুলিশ সূত্রের খবর, যশোর রোড-সহ একাধিক রাস্তায় যত্রতত্র পার্কিং রুখতে ইতিমধ্যেই পদক্ষেপ করা হচ্ছে। স্কুল, কলেজ ও হাসপাতালের সামনে বিশেষ নজর দেওয়া হয়েছে।

অটো, রিকশা থেকে শুরু করে গাড়িচালকদের একাংশের অভিযোগ, গাড়ি রাখলে প্রশাসন সরিয়ে দিচ্ছে। অথচ, বিকল্প জায়গাও নেই। সমস্যার কথা স্বীকার করে দমদম পুরসভার এক কর্তা জানান, যত্রতত্র গাড়ি রাখা হলে জঞ্জাল সাফাইয়ের কাজেও অসুবিধা হয়। যানজটের সমস্যা তো আছেই।
দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট জানান, পুর এলাকায় গাড়ি রাখা নিয়ে সত্যিই সমস্যা রয়েছে। পুরসভা সমস্যা মেটানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু, পার্কিং তৈরির জমি পাওয়া যাচ্ছে না

কম-বেশি একই ছবি পার্শ্ববর্তী দক্ষিণ দমদম পুর এলাকাতেও। যদিও সেখানকার পুর কর্তৃপক্ষ জানিয়েছিলেন, তাঁরা জায়গা নির্দিষ্ট করে পার্কিং লট তৈরি করবেন। আজও অবশ্য তা চালু হয়নি। এক পুরকর্তার দাবি, সেখানেও জমির অভাব রয়েছে।

দমদমের এই দুই পুর এলাকায় অবৈধ পার্কিংয়ের সমস্যা কবে মিটবে, তার সদুত্তর আপাতত মিলছে না।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell