বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা আয়োজিত,, প্রার্থনা সমাবেশ ।
“”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
আজ ৩রা এপ্রিল বুধবার, বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা পরিচালনায় ও প্রতিষ্ঠাতা, রাজ্য সম্পাদক হেরোদ মল্লিকের উদ্যোগে এবং সকল চার্চের মিলিত রাজ্য মঞ্চের তরফ ,এক বিশাল র্যালীর মধ্য দিয়ে গান্ধী মূর্তির পাদদেশে একটি প্রার্থনা সমাবেশ করলেন।। এই র্যালী শুরু হয় হাওড়া স্টেশন ও শিয়ালদা স্টেশন থেকে বেলা একটার সময়, প্রায় চার থেকে পাঁচ হাজার খ্রিস্টীয় ধর্মের মানুষেরা যীশুর বাণী গাইতে গাইতে ও প্রার্থনা করতে করতে মিছিল সহকারে গান্ধী মূর্তীর সামনে এসে উপস্থিত হয়।
এবং সেখানে বিভিন্ন দেশের ও জেলার চার্চের যে সকল ফাদাররা ছিলেন ,তারা যীশুর বাণী প্রচার করলেন এবং ধর্মের নামে যে তাদের উপর নিপীড়ন, অত্যাচার চলছে তার শান্তি কামনা করলেন , আর যেন খ্রিস্টীয় ধর্মের মানুষের উপর অত্যাচার না হয়। মঞ্চের সামনে খিষ্ট ধর্মের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা সুন্দর যিশুর বাণীকে কেন্দ্র করে নৃত্যের মধ্য দিয়ে তারা যীশুকে স্মরণ করলেন।
উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা রাজ্য সম্পাদক এবং মুখপাত্র হেরোদ মল্লিক, রাজ্য সম্পাদক সঞ্জিত শানি, কার্যকরী সম্পাদক প্রনব বর, রাজ্য সভাপ্রতি পশুপতি দাস, কার্যকরী সভাপতি সুবীর সরকার। ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার ফাদারগণ। আজকের প্রার্থনা সভায় যে জেলাগুলি ও দেশ অংশগ্রহণ করেছিলেন খ্রিস্টীয় ধর্ম থেকে, সেইগুলি হল ,
ছত্রিশগড়, ঝাড়খন্ড ,উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম ,মেঘালয়, মনিপুর ,ত্রিপুরা, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ । এই প্রচন্ড গরমে এই সকল দেশগুলি যে আজকের প্রার্থনা সবাই অংশগ্রহণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাহার জন্য অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন ও ধন্যবাদ জানিয়েছেন। আজকের প্রার্থনা সভায় মাননীয় মুখ্যমন্ত্রী একটি বার্তা পাঠিয়েছেন এবং শুধু মুখ্যমন্ত্রী নয়, যে সকল দেশের ফাদাররা আসতে পারেননি তারাও আজকের প্রার্থনা সবাই বার্তা পাঠিয়েছিলেন।
প্রার্থনা সভার মধ্য দিয়ে তারা বলেন ,ভারতের মহতী সংবিধান কে পরিবর্তন করে তার ধর্মনিরপেক্ষতা ধ্বংসের চেষ্টা বন্ধ হোক, যেন আমাদের এই পুণ্যভূমি ভারত এবং তার অধিবাসীদের সবার মঙ্গল ও কল্যাণ হোক, আমরা ঈশ্বর বিশ্বাসী, তার মহা শক্তিতে বিশ্বাস করি ,ইতিহাস আমাদের সেই বিশ্বাস জুগিয়েছে, আমাদের এই পুণ্য পিতৃ ভূমির এই দশার পরিপেক্ষিতে বিভিন্ন জেলার বিভিন্ন চার্চের বিশ্বাসী ও পুরোহিত, প্রতিনিধি আজ এখানে সমবেত হয়েছি, সমবেত প্রার্থনায় মিলিত হয়েছি।
সংবিধানে ধর্মনিরপেক্ষতা ধ্বংস করতে ,সংবিধান সংশোধনের অশুভ প্রচেষ্টা চলছে, উদ্যোগ নেয়া হচ্ছে ক্রিস্টিয়ান আদিবাসীদের সংবিধানিক অধিকার ছিনিয়ে নেবার, তাই আজ এই প্রার্থনা সভায় আমরা একটাই প্রার্থনা জানাবো ,এই সকল অশুভ শক্তি বন্ধ হোক। যেন মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ,স্বরাষ্ট্রমন্ত্রী ,
পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী এবং ভারপ্রাপ্ত বিভিন্ন পদাধিকারীদের , তারা যেন দেশের উন্নয়ন ,মানুষের কল্যাণ, জনসমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংবিধানের ধর্মনিরপেক্ষতা রক্ষায় নিজ অন্তর আত্মার কথা শোনেন, গৃহীত শপথ বাক্য অনুসারে তাহারা যেন নিজে নিজে দায়িত্ব পালন করেন এবং আমাদের পাশে থাকেন।