১৩ই মে সোমবার, পূর্ব মেদিনীপুরের পটাশপুর এ দশটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলো এবং পতাকা তুলে কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী তাদের সম্বধিত করেন।
কাঁথি লোকসভা কেন্দ্রে পটাশপুর বিধানসভা এলাকায় রাজনৈতিক প্রচার তূঙ্গে, রাজনৈতিক প্রচার হিসাবে শিশির অধিকারী ভূমিকা অনস্বী কার্যা বলে মনে করেছেন পটাশপুরের বিজেপি কর্মী সমর্থকরা, শিশির অধিকারীর ছোট ছেলে কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী সমর্থনে প্রচার চালাচ্ছেন বাবা শিশির অধিকারী।
দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজ্যে তথা পূর্ব মেদিনীপুর জেলার সব কটি বিধানসভা একেবারে তার হাতের তালুবন্দী, অপরপ্রার্থী কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক এই পটাশপুর বিধানসভা এলাকা থেকে তিনি বিধায়ক হয়েছেন, তাই হাড্ডাহাড্ডি লড়াইতে শিশির অধিকারীর একেবারে তালুকবন্দী পটাশপুর ।
তিনি প্রতিদিন প্রখর রোদ এড়িয়ে বিকেল গোড়ালিই পটাশপুরের বিভিন্ন প্রান্তে তিনি সৌমেন্দু অধিকারীর সমর্থনে পচার চালিয়ে যাচ্ছেন। এবং প্রচার চালাতে গিয়ে দেখা যাচ্ছে বহু তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে তার একটি সুসম্পর্ক রয়েছে।
সেই সুসম্পর্ককে কাজে লাগিয়ে, পুরানো তৃণমূল কর্মী সমর্থকদের তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করাচ্ছেন। এই যোগদানের পর যথেষ্ট উচ্ছ্বসিত পটাশপুর দুই নম্বর ব্লকে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। এলাকার দশটি পরিবারের প্রায় ৫০ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন, তবে বোঝা যাচ্ছে এবারে হাড্ডাহাড্ডি লড়াই চলবে উভয় দলের।