রবিবার ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১২:৫০
শিরোনামঃ
আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য দেশি-বিদেশি কোনো রকমের চাপ নেই -প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সিরাজগঞ্জ-৫ আসনে প্রার্থীতা ঘোষণা করলেন মেজর (অব.) মনজুর কাদের প্রেসক্লাব অব ওয়ার্কিং জার্নালিস্ট এর পরিচালনায় সেরা সেরা বাঙালি সম্মান ২০২৫। ৫০ তম বর্ষে পদার্পণ করলো “প্রগতি সংঘ” এবারে তাদের ভাবনা- শক্তি “রূপেন সংস্থিতা” জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার সময় গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকতে পারবেন-উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। ইসির ওয়েবসাইটে থাকবে প্রার্থীদের সম্পত্তির বিবরণ,সংসদ নির্বাচনে-প্রধান উপদেষ্টা এ নির্দেশনা। নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে দোয়া ও জহিরুল ইসলাম বিদ্যুৎ এর জন্মোৎসব উদযাপন বিএনপি দেশের সবাইকে ঐক্যবদ্ধ রাখতেই কাজ করে যাচ্ছে: এড. টিপু “আমি পদপদবীর জন্য রাজনীতি করি না: ইকবাল” স্বৈরাচারের নির্যাতন উপেক্ষা করে ১৬ বছর রাজপথেই ছিলাম: গিয়াস উদ্দিন

ভারতে রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদ পরিচালিত, বিশ্ব বাংলা সম্মান ২০২৩

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৫, ২০২৩, ২:৩৯ পূর্বাহ্ণ
  • ৪০১ ০৯ বার দেখা হয়েছে

রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদ পরিচালিত, বিশ্ব বাংলা সম্মান ২০২৩….।

রিপোর্টার… কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়

আজ ২৪ শে জুন , শনিবার‌, যোধপুর লটারী ক্লাবে, রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদ পরিচালিত এবং কর্ণধার রিতেশ ঘোষ ও সম্পাদিকা শম্পা সাহা উদ্যোগে , এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও শ্রদ্ধা জানিয়ে এই বিশ্ববাংলা সম্মান ২০২৩ অনুষ্ঠিত হয়, সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত, । এক ঝাঁক বাচিক শিল্পী ও সাংবাদিকদের, বিশ্ব বাংলা সম্মানে সম্মানিত করলেন, শুধু তাই নয়, যে সকল সম্মানীয় অতিথিরা উপস্থিত ছিলেন তাদেরকেও উত্তরীয় ব্যাচ পরিয়ে এবং হাতে বিশ্ব বাংলা সম্মান তুলে দিয়ে সম্মানিত করলেন,, ।

No description available.

বিশেষ সম্মানীয় অতিথিরা হলেন সুজয় মন্ডল এক্স কমান্ডো, বাস্তব মিত্র মিলন সংঘের ফুটবলার সচিব, কবি পিনাকী রায়, রাজা রামমোহন রায়ের সপ্তম পুরুষ রজত মোহন রায়, এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দরা,। যাহারা এই অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করেছেন তাহার এই সংস্থার বাচিক কবি, ও সঙ্গীত শিল্পী , তাদের মধ্যে ছিলেন রীনা গিরি, অনিরুদ্ধ রায়, দীপা দাস, কুন্তলা গুড়িয়া, শিবানী ঘোষ, উমা ঘোষ, রঞ্জনা কর্মকার, দেবী বালা সহ আরো অন্যান্য মহিলা বৃন্দ,। সকল অতিথিরা সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে বলেন, এইরকম উদ্যোগ সচরাচর দেখা যায় না ,

No description available.

দেড়শো থেকে ২০০ জন বাচিক শিল্পী ও সংগীত শিল্পীদের নিয়ে সকাল থেকে সন্ধ্যা যেভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেছেন, এবং তাদেরকে সম্মানিত করলেন, আমরা মুগ্ধ , এবং এই অনুষ্ঠানে প্রমাণ করিয়ে দিলেন মহিলারা কাজের মধ্যে থাকলেও ও সংসারের মধ্যে থাকলেও অনেক কিছু করতে পারে, তাহাদেরও ট্যালেন্ট আছে, শুধু কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকলে যে কিছু হয় না আজকে অনুষ্ঠানে তার প্রমাণ, মেয়েরা পারেনা এমন কিছু নাই, এইভাবে যদি এগিয়ে আসে তবেই তারা সবার সামনে তাদের ট্যালেন্ট তুলে ধরতে পারবে। আর যারা রিতেশ ঘোষ ও স্বপ্না সাহার পাশে এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন নিশ্চয়ই তারা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবে। ,

No description available.

সংস্থার কর্ণধার রীতেশ ঘোষ এবং সম্পাদিকা শপ্না সাহা বলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, আজকের এই সম্মান, সকল কবি ও বাচিক শিল্পীদের যেন ঘরে ঘরে পৌঁছে যায় বার্তা, এমনকি বিশ্বের দরবারে, এখান থেকেই যেন সকল কবি সাহিত্যিক ও শিল্পীদের তোলার পথ আরো দৃঢ় হয়, আমরা চাই যাদের মধ্যে ট্যালেন্ট আছে, অথচ বাড়ির কাজের চাপে হয়তো এই সুযোগ পায় না আমরা তাদের সুযোগ করে দেয়ার চেষ্টা করব। যদি তারা আমাদের পাশে আসে এবং সহযোগিতা চায়। আমরাও চাই গণ্ডি থেকে বেরিয়ে মহিলারা কিছু করে দেখাক সমাজের মাঝে । যেভাবে আজকের অনুষ্ঠানে বয়স 10 থেকে ৫০ সবাই উপস্থিত ছিলেন এবং তাদের পারফরম্যান্স তুলে ধরলেন। সবার সামনে । রিপোর্টার… কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell