আজ ২০শে আগস্ট মঙ্গলবার, ঠিক বিকেল পাঁচটায়, ১২ই জুলাই কেন্দ্রীয় কমিটির ডাকে, আর জি কর হাসপাতালে বর্বরোচিত ঘটনার প্রতিবাদে এবং প্রকৃত দোষীদের দাবীতে..কলেজ স্ট্রিট বিদ্যাসাগরের মূর্তির সামনে থেকে আর জি কর পর্যন্ত এক বিশাল মিছিল করলেন। সারাদেশে জুড়ে যখন প্রতিবাদের ঝড় তুলেছে, অভয়ার ন্যায়বিচারের জন্য, ঠিক সেই সময় প্রচন্ড বৃষ্টির মধ্যে এক হাঁটুর বেশি জলের মধ্যে দিয়ে প্রতিবাদের ঝড় তুলেছেন,
বিভিন্ন সংগঠনের মানুষেরা। কর্মরত অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী থেকে শুরু করে শিক্ষক ও শিক্ষাকর্মীরা। বেশ কয়েকটি দাবী নিয়ে। এবং দোষীদের শাস্তির দাবিতে, কোনো নাটক বা অজুহাত নয়, প্রকৃত দোষীদের শাস্তি চায়, আর জি কর এর আসল মাথাকে সামনে আনতে হবে, আজকের মহা মিছিলে যোগ দেন, নিখিল বঙ্গ শিক্ষক সমিতি।
পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী যুক্ত সংগ্রাম পরিষদ কো অডিনেশন কমিটি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট পেনর্শনার্স অ্যাসোসিয়েশন। পশ্চিমবঙ্গ দি কো-অর্ডিনেশন কমিটি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় অ্যান্ড ওয়ারর্কার্স ইউনিয়ন। প্রায় কয়েকশ বিভিন্ন ইউনিয়নের কর্মী এবং পেনশনার্সরা ধিক্কার ও প্রতিবাদ জানান, আরজি করে কর্তব্যরত মহিলা ডাক্তারের উপর পাসবিক অত্যাচার ধর্ষণ ও খুনের প্রতিবাদে।
এবং সারাদেশ জুড়ে একটাই প্রতিবাদের ঝড় বারবার উঠে আসছে, মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। ন্যায্য বিচার চাই, আমরা সবাই অভয়া তিলওতমার পাশে আছি, বৃষ্টি ও জল কে পিছনে ফেলে তারা এগিয়ে চলেন আর জি করের দিকে। তাহাদের দাবী, দেশে ও রাজ্যে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।,
আরজি করে মহিলা কর্মরত ডাক্তারের উপর বর্বরচিত হত্যাকাণ্ডের সুবিচার করতে হবে।। নৃশংস হত্যাকারীদের উপযুক্ত শাস্তি চাই।। কর্মস্থানে মহিলাদের উপর যৌন হয়রানি বন্ধ করতে হবে। নারকীয় হত্যাকাণ্ডের সুবিচার চাই এবং সবার সামনে তুলে ধরতে হবে। প্রত্যেকটি হসপিটালের এলাকা জুড়ে সিসিটিভির ব্যবস্থা করতে হবে।
সমস্ত নাটক বন্ধ করে প্রকৃত দোষীদের ধরে শাস্তি দিতে হবে, যতদিন না প্রকৃত দোষীদের শাস্তি না হবে, আমরা এই আন্দোলন চালিয়ে যাব, অভয়া সবার বোন, সবার মেয়ে এটা মনে রাখতে হবে।