ভেজাইল্যা সুলতানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আহত অঞ্জনের অভিযোগ
শহর প্রতিনিধি।।
ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের শীর্ষ চাঁদাবাজ ও সাইকো ভেজাইল্যা সুলতানের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত ভাবে অভিযোগ করেছে সন্ত্রাস ও মাদক বিক্রেতাদের হামলায় গুরুতর আহত রাকিবুল হাসান অঞ্জন। জানা যায়, গত ৯ জুলাই নারায়ণগঞ্জ সদর থানায় আহত অঞ্জনের বাবা আবুল কালাম চার জনকে চিহ্নিত ও আরও ৪/৫ জনকে অজ্ঞাত রেখে একটি মামলা দায়ের করে। মামলা নং-৯। মামলায় সবুজ, বাপ্পী, সেলিম ও মিঠুকে এজাহারভুক্ত আসামী করা হয়। উক্ত মামলায় ভেজাইল্যা সুলতান মাহমুদকে এজাহারভুক্ত আসামী করে দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে গত ৩১ জুলাই নারায়ণগঞ্জ পুলিশ সুপারের বরাবর আহত অঞ্জন একটি লিখিত অভিযোগ দায়ের করে এবং অনুলিপিটি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় প্রদান করে। এছাড়াও গত ৩ আগষ্ট নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ন্যায় বিচার প্রার্থনা করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলায় ভেজাইল্যা সুলতানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানান ভুক্তভুগী। মামলা উঠিয়ে নিতে ভেজাইল্যা সুলতানের অব্যাহত হুমকী ও অন্যান্য এজাহারভুক্ত আসামীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে মামলার বাদী ও তার পরিবারবর্গ। আহত অঞ্জনকে যেখানে পাবে সেখানেই তাকে আবারও হত্যার উদ্দেশ্যে হামলা করে শেষ করে দিবে বলে হুমকী দিয়ে যাচ্ছে। এছাড়াও মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছে আসামীরা। নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে বলে জানা যায়। উল্লেখ্য যে, ভেজাইল্যা সুলতান মাহমুদ নিজেকে কখনো সাংবাদিক, কখনো ম্যাজিস্ট্রেট আবার কখনো প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা দাবী করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে এবং ক্লিনিক ও বেকারীর দোকানগুলোতে অভিযানের নামে চাঁদাবাজি করে আসছে। নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় সুলতান মাহমুদের বিরুদ্ধে লিখিত অভিযোগসহ মামলা রয়েছে এবং ডিসি এসপি, র্যাবসহ প্রশাসনের কাছে অনেক অভিযোগ থাকার পরও বীরদর্পে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে। কয়েকজন চিহ্নিত মাদকসেবী ও মাদক বিক্রেতাসহ সমাজের খারাপ প্রকৃতির লোকদের নিয়ে নারায়ণগঞ্জে ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নামে একটি শাখা কমিটি করে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। এ ব্যাপারে ভুক্তভুগীরা দ্রুত ভেজাইল্যা সুলতানের বিরুদ্ধে আশু হস্তক্ষেপ কামনা করেছে।