মঙ্গলবার ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৩:২৫
শিরোনামঃ
সিলেট ভোলাগঞ্জ দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর ৬ মাসের জন্য ৩ কোটি টাকায় ইজারা মনে রাখবেন, মানুষের ভালোবাসাই আমাদের আসল পুঁজি: এড. টিপু ষড়যন্ত্রে বিচলিত নই: মাওলানা ফেরদাউস রাজনৈতিক উদ্দেশ্যেই আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রোপাগান্ডা: অভিযোগ সাধারণ সম্পাদকের মা লক্ষ্মী’র পূজা আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও সক্রিয় হচ্ছেন বিএনপি-দীর্ঘ ১০ বছর পর তিনি সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছেন’চেয়ারপারসন খালেদা জিয়া। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, কার্নিভাল উৎসব ও বিসর্জন শোভাযাত্রা। নরসিংদীতে পুলিশ লাইনসে কিট প্যারেড অনুষ্ঠিত : শৃঙ্খলা ও মানোন্নয়নে গুরুত্বারোপ পুলিশের। মাতৃশক্তির আরাধনায় গরুই পশ্চিমপাড়া মহিলা কমিটি সার্বজনীন দূর্গাৎসব ২০২৫। কণ্ঠ ও উপস্থাপনার মুগ্ধতার আরেক নাম কণ্ঠের মাধুর্য, শব্দের যাদু আর উপস্থাপনার-এক উজ্জ্বল নাম ফারজানা এ্যালি কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম-লাইফ সাপোর্টে রয়েছেন

মনে রাখবেন, মানুষের ভালোবাসাই আমাদের আসল পুঁজি: এড. টিপু

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৭, ২০২৫, ১:২১ পূর্বাহ্ণ
  • ৬ ০৯ বার দেখা হয়েছে

 

মনে রাখবেন, মানুষের ভালোবাসাই আমাদের আসল পুঁজি: এড. টিপু

 

স্টাফ রিপোর্টার: সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানার অন্তর্গত ২০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মীসভা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান। প্রধান বক্তা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান বলেন আজকের এই কর্মীসভা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে যে কঠিন সময় আসছে, তাতে প্রতিটি নেতাকর্মীকে জনগণের আরও কাছাকাছি যেতে হবে। ২০ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা হচ্ছেন এই এলাকার আশা ও বিশ্বাসের প্রতীক। আপনাদের কাজ হবে মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো, তাদের কথা শোনা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। মনে রাখবেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে। আগামী নির্বাচনে আমাদের মূল শক্তি হবে জনগণ। তাই এখন থেকেই প্রত্যেকে নিজ নিজ এলাকায় ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ান। প্রতিটি পরিবারে যান, তাদের বিএনপির ৩১ দফা কর্মসূচির কথা জানান। মানুষকে বোঝান এই কর্মসূচি জনগণের মুক্তি ও রাষ্ট্রের কাঠামো পুনর্গঠনের রূপরেখা। তিনি আরো বলেন, আজ বৃষ্টি অপেক্ষা করে আমরা থেমে নেই আমাদের প্রোগ্রাম অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব জনগণের পাশে থাকবো আমরা কোনো সুবিধাভোগী রাজনীতি চাই না,চাই ত্যাগী, আদর্শবান কর্মী যারা মানুষের জন্য কাজ করবে, দলে ঐক্য রাখবে। মনে রাখবেন, মানুষের ভালোবাসাই আমাদের আসল পুঁজি। আজ থেকেই সবাই অঙ্গীকার করুন আমরা জনগণের ঘরে ঘরে পৌঁছে যাব, ভোটারদের পাশে থাকব, এবং আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ২০ নং ওয়ার্ডের সমস্ত নেতাদেরকে বলে যাচ্ছি আপনারা যত দ্রুত সম্ভব আপনারা নিজেরা নিজের মধ্যে যেকোনো হিংসা বিদ্বেষ এবং দ্বন্দ্ব আছে আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন যেন অন্য কোন দল অন্য কোনো ফ্যাসিবাদ সুযোগ সন্ধানীরা আপনার আমার, কষ্টের ফসল যেন ছিনিয়ে নিতে না পারে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান। সাধারণ সম্পাদক মনির পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাখাওত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান। সভায় বক্তারা বলেন, বর্তমান দুঃশাসন ও দুর্নীতিতে জর্জরিত রাষ্ট্রব্যবস্থাকে পুনর্গঠনের জন্য তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। তারা আরও বলেন, বিএনপির প্রতিটি কর্মীকে জনগণের কাছে এই কর্মসূচি পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির, যুগ্ম আহ্বায়ক, ফতেহ মোহাম্মদ রেজা রিপন। নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি, সভাপতি মোঃ মাসুদ রানা। বন্দর থানা বিএনপির সভাপতি, আলহাজ্ব শাহেন-শাহ আহমেদ। অসাধারণ সম্পাদক বন্দর থানা বিএনপির নাজমুল হক রানা। সহ মহানগর এবং বন্দর থানার অনেক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell