জামালপুর সদর উপজেলায় হাবিবুর রহমান আঙ্গুর (৩৮) নামে এক ব্যবসায়ীকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই লাখ টাকা ও টাকা লেনদেনের একাধিক মোবাইল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন মুঠোফোনে জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে সোমবার (৭ আগস্ট) দিনগত রাতে উপজেলার গোদাশিমলা কায়দাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, হাবিবুর রহমান আঙ্গুর উপজেলার ভেড়াপাথালিয়া গ্রামের বাসিন্দা। গোদাশিমলা বাজারে তার মোবাইল রিচার্জ, বিকাশ, নগদ, রকেটসহ টাকা লেনদেনের ব্যবসা রয়েছে। প্রতিদিনের মতো সোমবার (৭ আগস্ট) দিনগত রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার পথে কায়দাবাড়ি এলাকায় পৌঁছালে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাথাড়ি আঘাত করে। এরপর তার কাছে থাকা দুই লাখ টাকা ও টাকা লেনদেনের একাধিক মোবাইল ছিনিয়ে নিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। এই ঘটনায় মঙ্গলবার বিকেলে মামলা দায়ের হয়েছে। এখনও কেউ গ্রেফতার হয়নি, তবে অভিযান অব্যাহত রয়েছে।
এরআগে গত ১৫ জুন রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে একই স্থানে দুর্বৃত্তদের হামলার শিকার হন মন্টু মিয়া নামে এক ব্যবসায়ী। হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে ২০ জুন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মন্টু মিয়ার বাড়িও ভেড়াপাথালিয়া গ্রামে।
ওই ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। দুই মাসের ব্যবধানে একই স্থানে দুইজন ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় গোদাশিমলা বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।