আজ পয়লা নভেম্বর বুধবার,, রাজ্য চারুকলা পর্ষদ ও তথ্য সংস্কৃতি বিভাগ আয়োজিত এবং পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত,, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, চারুকলা উৎসব ও মেলা প্রদর্শনীর প্রস্তুতি চলছে পুরোদমে,,,
রবীন্দ্রসদন ,,নন্দন প্রাঙ্গণ ,,একতারা মঞ্চ,, একাডেমি অফ ফাইন আর্টস, গগনেন্দ্র শিল্প প্রদর্শশালা জুড়ে,, এই মেলা শুভ সূচনা হবে আগামীকাল অর্থাৎ ২রা নভেম্বর বৃহস্পতিবার এবং চলবে নয় নভেম্বর পর্যন্ত,
থাকবে বিভিন্ন রকম অনুষ্ঠান মেলায় এবং বিভিন্ন ধরনের হাতের কাজ, উপস্থিত থাকবেন বিভিন্ন বিশিষ্ট শিল্পীরা, অংশগ্রহণ করবেন বিভিন্ন জেলা থেকে আগত মেলা প্রেমীরা ও কবি সাহিত্যিকরা,
এই কয়েকদিন যাবত চারুকলা উৎসব উপলক্ষে মেতে উঠবে এই প্রাঙ্গণ। তারই তোরজোর ও কাজ শেষ করার জন্য ডেকোরেশনের লোকজন পুরোদমে কাজ শেষ করার চেষ্টা করছেন। আজকের মধ্যেই, ।