মুন্সিগঞ্জ শ্রমিক লীগের সভাপতি কাশেমের বিরুদ্ধে থানায় জিডি করেছেন সদর থানা যুব মহিলা লীগের নেত্রী রিমা।
আজ রোববার সন্ধ্যায় মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার দুপুরে মুন্সিগঞ্জ সদর থানায় শ্রমিক লীগ নেতা কাশেমের বিরুদ্ধে জিডি করেন যুব মহিলা লীগ নেত্রী রিমা। দুই পক্ষকে থানায় ডেকে বিষয়টি খতিয়ে দেখা হবে।
আবুল কাশেমের বিরুদ্ধে একই অভিযোগে গত ৩০ এপ্রিল সদর থানায় প্রথম অভিযোগ জানিয়েছিলেন হুমাইয়ারা আক্তার রিমা।
রিমা বলেন, দীর্ঘদিন আগে আমার এক আত্মীয়র কাছ থেকে নতুন ফ্ল্যাট কেনার জন্য শ্রমিকলীগ নেতা কাশেম চাঁদা দাবি করেছিলেন। তিনি কাশেমকে কিছু টাকাও দিয়েছিলেন। আরও টাকার দাবিতে তিনি আমার আত্মীয়ের বাসায় ভাঙচুর করেন। এই ঘটনা জানার পর আমি কাশেমকে বাধা দেই। এর পর থেকে দ্বন্দ্ব শুরু হয়। তারপর বিভিন্ন সরকারি অনুষ্ঠানে আমার জন্য নির্ধারিত চেয়ারে কাশেম বসতে শুরু করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিল্পায়ন আঞ্চলিক শাখা শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেম বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। রিমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই।