রবিবার ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১:২৭
শিরোনামঃ
Logo রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামী মরমপাড়া ইউনিটের উদ্যোগে তাফসিরুল মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গুনিয়ায় কর্মী সম্মেলনে অধ্যক্ষ আমিরুজ্জামানকে জামায়াতের প্রার্থী ঘোষণা Logo ২১শে প্রভাত ফেরীতে অবসরপ্রাপ্ত সশস্ত্র কল্যাণ সমিতির বিনম্র শ্রদ্ধা Logo নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে, পশ্চিমবঙ্গ সরকারের হর্টি ফুড ফেস্টিভ্যাল ২০২৫ সমাপ্তি। Logo ডেভিল হান্টের আওতায় আওয়ামী লীগ ও জাপা নেতাসহ ৪২ জন গ্রেফতার Logo সরিষা ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ছোট ভাই নিহত, বড় ভাই আহত Logo রাজধানীতে ৪৪ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে Logo ভাড়া বাসা থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo ব্যাটারিচালিত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু Logo মাতৃভাষা যে কোনো নৃগোষ্ঠীর ইতিহাস, অর্থনীতি ও সংস্কৃতির বাহক, মাতৃভাষার সঙ্গে সব মানুষের আত্মার সম্পর্ক-প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।।

মেয়ের প্রথম বিশ্ববিদ্যালয়ে এসে আনন্দিত বাবা

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৪, ২০২৩, ৯:১৮ অপরাহ্ণ
  • ১২৪ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

 

 

মেয়ের প্রথম বিশ্ববিদ্যালয়ে এসে আনন্দিত বাবা

গাইবান্ধার মেয়ে ঐশী চন্দ্র দাস। ভর্তি হয়েছেন (১৮তম ব্যাচ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে।

রোববার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে ছিল তার প্রথম ক্লাস। মেয়ের স্বপ্ন পূরণ করতে গাইবান্ধা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সঙ্গে করে নিয়ে এসেছেন তার বাবা বিধান চন্দ্র দাস। মেয়ের প্রথম বিশ্ববিদ্যালয়ে এসে উল্লসিত বাবা।

বিধান চন্দ্র দাস বলেন, মেয়েকে ওরিয়েন্টেশন ক্লাসে পৌঁছে দিতে গত শুক্রবার (১ সেপ্টেম্বর) ঢাকায় এসেছি। ঢাকায় ভাইয়ের বাসায় ছিলাম। আজ মেয়ের ওরিয়েন্টেশন ক্লাস। তাই মেয়েকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছি। এ অনুভূতি অন্যরকম। যা ভাষায় প্রকাশ করা যায় না। ইচ্ছা ছিল মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবো। ওখানে হয়নি। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সুযোগ হয়েছে। এটাও কম নয়। বিশ্ববিদ্যালয়ের পরিবেশটি আমার অনেক সুন্দর লেগেছে। আশাকরি এখান থেকে আমার মেয়ে ভালো কিছু করবে।

এদিকে বাবার সঙ্গে প্রথম দিন বিশ্ববিদ্যালয়ে আসতে পেরে আনন্দিত ঐশী চন্দ্র দাসও।

ঐশী জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার ও বাবার প্রথম দিন। বাবাকে নিয়ে ক্লাস রুম, বিভাগ, বিশ্ববিদ্যালয় ঘুরলাম। ছবি তুললাম একসঙ্গে। ইচ্ছা আছে ভালো কিছু করে বাবাকে নিয়ে আবার ছবি তুলবো।

প্রথম দিনে কোনো বন্ধু হয়েছে কিনা প্রশ্নে ঐশী জানান, প্রথম দিন বাবার সঙ্গে ঘুরলাম। এখনো সেভাবে বন্ধু হয়নি। তবে হয়ে যাবে।

শুধু ঐশীই নয়, বাবা-মায়ের স্বপ্নপূরণ করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এসেছে তিন হাজারের অধিক শিক্ষার্থী।

জাহিদ হাসান নামে বিশ্ববিদ্যালয়ের আরেক নবীন শিক্ষার্থী জানান, ছোটবেলা থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি। অনেক আশা নিয়ে ঢাকা শহরে এসেছি। স্বপ্নটাকে ছুঁয়ে দেখতে চাই। বাবা-মায়ের স্বপ্ন প্রথম শ্রেণির কর্মকর্তা হওয়ার। তাদের স্বপ্ন পূরণ করতে এসেছি।

এদিকে ১৮তম ব্যাচের ক্লাস শুরুর দিনই ক্যাম্পাসে ছিল নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ। এছাড়া নানা বিভাগ, বাসে ছাত্রদের কমিটি, জেলা ছাত্রকল্যাণগুলো বিভিন্ন আয়োজনে ও সাজসজ্জায় নবীনদের বরণ করে নিয়েছে। নতুন ক্লাসরুম ও সহপাঠীদের সঙ্গে পরিচিত হতে পেরে উল্লসিত নবীন শিক্ষার্থীরাও।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, বিভাগগুলো তাদের নিজস্ব আয়োজনে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে যে সময় নির্ধারণ করা হয়েছে ঠিক সময়ে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বিভাগগুলোতে উপস্থিত ছিলেন। বিভাগ থেকে শিক্ষার্থীদের ক্লাসসহ যাবতীয় বিষয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন শিক্ষার্থীরা যেন র‍্যাগিং বা অপ্রীতিকর কোনো ঘটনার শিকার না হয় এদিকে আমরা সর্বাত্মক লক্ষ্য রাখবো।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell