নগর সংবাদ।।রাজধানীর মোহাম্মদপুর-বসিলা রোড এলাকায় সন্ধ্যা হলেই এক অজানা আতঙ্ক ভর করে নারীদের মনে। পথ চলতি নারীদের টার্গেট করে ওই এলাকায় শুরু হয় অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ। এতে অনেকে রক্তাক্তও হন। সম্প্রতি এমন কয়েকটি ঘটনা ঘটেছে।
স্থানীয়রা বলছেন, সন্ধ্যার পর রাস্তা দিয়ে নারীরা হেঁটে গেলেই হঠাৎ পেছন থেকে উপর্যুপরি পড়তে থাকে ইটপাটকেল। পুলিশ বলছে, বিষয়টি তাদের কাছে নতুন। এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো লিখিত বা মৌখিক অভিযোগ করেনি। অভিযোগ পেলে গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সম্প্রতি হালিমা ইয়াসমিন মুক্তা তার মা এবং ছোট বোন ফাতেমাতুজ্জোহরা হিরাকে নিয়ে মোহাম্মদপুর থেকে বসিলায় যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে অতর্কিতভাবে তাদের উদ্দেশ করে ইট মারতে থাকে অচেনা কিছু যুবক।
ওইদিনের ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী মুক্তা বলেন, ‘গত শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে ৭টা ১০ মিনিটের ভেতর আমার মা ও ছোট বোনকে নিয়ে মোহাম্মদপুর থেকে বসিলায় যাচ্ছিলাম। সিএনজি স্ট্যান্ডে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় হঠাৎ ছোট বোন হিরার শরীরে ইটের আঘাত লাগে। পেছনে ফিরে দেখতে গিয়ে আরেকটি এসে লাগে ছোট বোনের নাকে। সঙ্গে সঙ্গে রক্ত পড়া শুরু হয়। এতো রক্ত যে, জামা-কাপড় ভিজে যায়। দ্রুত একটি সিএনজি ডেকে পার্শ্ববর্তী ফার্মেসিতে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় ফিরে আসি।’
ভুক্তভোগী এই নারী বলেন, ‘বাসায় এসে ঘটনাটি যখন বড় বোনের কাছে জানাই, তিনিও একই স্থানে এমন ঘটনার শিকার হয়েছেন বলে জানান। পুরো ঢাকা শহরে সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে। এরপরও যদি রাত-বিরাতে মেয়েরা বেরিয়ে এমন হয়রানির শিকার হয় তাহলে এর দায় কে নেবে? ওই ঘটনার পর আমি নিজে ও আমার বোন স্বাভাবিক হতে পারছি না। এখনো আতঙ্ক কাজ করছে। বাসা থেকে রাস্তায় বের হলেই মনে হয় কেউ ইট মারতে পারে।’
হালিমা ইয়াসমিন মুক্তা আরও বলেন, ‘মোহাম্মদপুর থানা পুলিশ ও এলাকার র্যাব ইউনিট যদি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে তাহলে অনেক মা-বোন এমন নিপীড়ন থেকে মুক্তি পাবে।’
মোহাম্মদপুর-বসিলা মোড়ের স্থানীয়রা জানান, কয়েক মাস আগে থেকে মাঝে মধ্যে এমন ঘটনা ঘটছে। মেয়েদের টার্গেট করে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যাচ্ছে কিছু যুবক। স্থানীয়রাও এ নিয়ে ভীতসন্ত্রস্ত। বিশেষ করে সন্ধ্যার পর এ সড়ক দিয়ে ভয়ে ভয়ে যেতে হচ্ছে মেয়েদের।
জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ‘এমন ঘটনা প্রথম শুনলাম। তবে ঘটনাটি গুরুতর। ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দিলে এ বিষয়ে গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’
মোহাম্মদপুর র্যাব-২ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত বলেন, ‘র্যাব সর্বদা নারী ও শিশুদের সুরক্ষায় বদ্ধপরিকর। মোহাম্মদপুর এলাকায় নারীদের উদ্দেশ করে ইট নিক্ষেপের ঘটনায় অভিযোগ দিলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের গ্রেফতার করা হবে।’