যমুনায় ইলেকট্রনিক শর্ট দিয়ে মাছ শিকার করায় চৌহালীতে ৭জেলেকে অর্থদন্ড:
চৌহালী (সিরাজগঞ্জ)প্রতিনিধি।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৬ সেট চায়না,১৩০০ মিটার ক্ষুদ্র ফাঁকের মশারী জালসহ ১৩ জেলেকে আটক করা হয়। ১৩ জেলের মধ্যে ৬ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের সর্তক করে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার গভীর রাত ব্যাপি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অবৈধ ভাবে মৎস্য আহরণের (কারেন্ট শক) বিরুদ্ধে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর , চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির সমন্বয়ে চৌহালীর যমুনা নদীর বিভিন্ন অংশে সন্ধ্যা ৭ টায় শুরু করে রাত ৩ টা পর্যন্ত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নের্তৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান। অভিযান পরিচালনা কালে আইন দ্বারা নিষিদ্ধ ৬ সেট চায়না দুয়ারী জাল, ১৩০০ মিটার ক্ষুদ্র ফাঁকের (মশারীর মত)৷ নিষিদ্ধ জালগুলো বিধি মোতাবেক জনসম্মুক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযানকালীন আটককৃত ৭ জন ব্যক্তিকে ২৩ হাজার টাকা আর্থিক দন্ড প্রদান করা হয়। এদিকে ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, কারেন্ট শক দিয়ে যারা মাছ ধরেন তারা দেশের শত্রু, মৎস্য সম্পদ সুরক্ষায় তাদের বিরুদ্ধে সকলের সম্মিলিত প্রতিরোধ প্রয়োজন, জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার এবং নৌ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন ।