
কভয়ের ধাক্কায় গুরুতর আহত এক প্রতিবাদী ছাত্র, এরই প্রতিবাদে পাঁশকুড়া বনমালী কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখায় এ আই ডি এস ও। এবং তা নিয়ে টি এম সি পি এবং এ আই ডিএস ও এর মধ্যে সংঘর্ষ বাধে,
মেদিনীপুর কলেজের মূল গেটের সামনেও অবস্থান করে এস এফ আই সমর্থকেরা। সেই সময় টি এম সি পি জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ এর নেতৃত্বে টি এম সি পি বেশ কিছু বহিরাগত ছাত্র জোর করে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ।


