যৌথবাহিনীর অভিযানে মাগুরার শালিখা উপজেলায় মুন্সি মনিরুজ্জামান চকলেট (৪৮) ও নয়নুরজ্জামান মুন্সি (৪০) নামে দুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।
মনিরুজ্জামান চকলেট শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং নয়নুরজ্জামান মুন্সি উপজেলা যুবদলের সদস্য সচিব।
শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে উপজেলার আড়পাড়া মুন্সিপাড়া নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কী কারণে তাদের আটক করা হয়েছে আমি কিছু জানি না।
এ ব্যাপারে শালিখা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।