রাঙ্গুনিয়াকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে যুবকদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
নেজাম উদ্দীন(রাঙ্গুনিয়া)চট্টগ্রাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে যুব সম্মেলন অনুষ্ঠিত। উপজেলা সদরের নুর জাহান কমিউনিটি সেন্টার মাঠে শনিবার (১৯ এপ্রিল) বিকালে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ রাঙ্গুনিয়া উপজেলা যুব ও ক্রীড়া বিভাগীয় সেক্রেটারি এডভোকেট মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে, এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য এবং রাঙ্গুনিয়া সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান।

প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জনাব আবদুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আনোয়ার সিদ্দিক চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা হাসান মুরাদ, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন, সেক্রেটারী মাস্টার কামাল উদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের আহবায়ক সরোয়ার হোসেন, সদস্য সচিব এস এম মহিউদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, অফিস সম্পাদক কাজী সাদিকুল ইসলাম রিয়াদ প্রমুখ৷ সমাবেশ শেষে সন্ত্রাস ও মাদক বিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি অনুষ্ঠান প্রাঙ্গণ থেকে শুরু করে কাপ্তাই সড়কের ইছাখালী সদর এবং উপজেলা পরিষদ ক্যাম্পাস পর্যন্ত প্রদক্ষিণ করে শেষ হয়। এতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান। তিনি বলেন-বিগত স্বৈরচারের সময় রাঙ্গুনিয়ায় মাদকের ছড়াছড়ি ছিল। মাদকাসক্ত তরুণ প্রজন্ম ধর্ম-কর্ম সবকিছু বিসর্জন দিয়ে হতাশাকে সঙ্গী করে জীবনের চলার পথ থেকে বিভ্রান্ত হয়ে পড়ছে এবং বিবেক-বুদ্ধি হারিয়ে সামাজিকতা থেকে দূরে সরে যাচ্ছে। ইসলাম মানুষকে নেশা গ্রহণ ও মাদক সেবন হতে সম্পূর্ণ নিষেধ করে। মানুষকে ধ্বংস ও করুণ পরিণতি হতে রক্ষা করার জন্য ইসলামী অনুশাসন মেনে চলার কোনো বিকল্প নাই, রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর যুব বিভাগকে সাধুবাদ জানায়, মাদক ও সন্ত্রাস এর বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য,তিনি আরও বলেন আগামীতে রাঙ্গুনিয়ার যুব সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।