নগর সংবাদ।।রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মো. জহিরুল ইসলাম জহির নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
বুধবার (৯ মার্চ) এই তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (৮ মার্চ) মোহাম্মদপুর বিআরটিসি বাস ডিপো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতি. উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন বলেন, নবী ও আর্মি আলমগীর বাহিনীর অন্যতম প্রধান সদস্য জহিরুল। মোহাম্মদপুর বিআরটিসি বাস ডিপো সংলগ্ন যাত্রী ছাউনির সামনে অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে, এমন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়। গ্রেফতার জহির মোহাম্মদপুর, আদাবর থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিল। তার কাছ থেকে জব্দ করা পিস্তলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।