হিজড়া সেজে রাজধানীর উত্তরায় পরিবহনে চাঁদাবাজির অভিযোগে চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবির তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো চারজন ছদ্মবেশী হিজড়া হলেন- মৌসুমী হিজড়া (৩২), অনিকা হিজড়া (১৯), তুলী হিজড়া (২৪) ও দুলী হিজড়া (২৫)। তারা দীর্ঘদিন ধরেই এ এলাকায় হিজড়া সেজে চাঁদাবাজি করতেন।
এর আগে গত শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন বলেন, গ্রেফতাররা বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করতেন। দাবিকৃত টাকা না দিলে তারা কাউন্টার ও গাড়িতে তাণ্ডব চালাতেন। যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করতেন।