মঙ্গলবার ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৯
শিরোনামঃ
দিল্লির  লালকেল্লার সামনে যাত্রীবাহী গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ- নিহত  ১৩ দিল্লির  লালকেল্লার সামনে যাত্রীবাহী গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ- নিহত  ১৩ আহত ২৫ ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক তৌফিকুল ইসলাম ও শ্রেষ্ঠ যুব সংগঠক সোহাগ মহাজন মহাসচিব নির্বাচিত শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার১১তম গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে ডবল মার্ডার -প্রধান আসামি রিফাত বাহিনীর প্রধান গ্রেফতার করে র‌্যাব। এমপিওভুক্তির দাবিতে পূর্বঘোষিত শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে শিক্ষকদের উপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ৪ শিক্ষক আহত। ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা কোলাকুলি করে শান্তি চুক্তি মেলবন্ধন অনুষ্ঠিত আনন্দ পুর রোডে বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুনে পুড়ে ছাই ৩ সবজির দোকান জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে,৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ অনুষ্ঠিত হল। নির্বাচন নিয়ে বিভ্রান্ত বক্তব্য দিচ্ছেন যারা, নির্বাচন ঠেকানোর চেষ্টা করছেন, তারা পতিত স্বৈরাচারী সরকারের দোসর-প্রেস সচিব শফিকুল। আলম

রাস্তা সংষ্কারের দাবীতে ও অটোরিকশা ধরপাকড়ের প্রতিবাদে সৈয়দপুর পৌরসভা ঘেরাও

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৫, ২০২৩, ৭:৩৮ অপরাহ্ণ
  • ১৩২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

রাস্তা সংষ্কারের দাবীতে ও অটোরিকশা ধরপাকড়ের প্রতিবাদে সৈয়দপুর পৌরসভা ঘেরাও ।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার রাস্তা সংষ্কারের দাবীতে এবং অটোরিকশা আটকের প্রতিবাদে পৌরসভা ঘেরাও করেছে মালিক ও চালকরা। এসময় বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধনও করেছে তারা। বুধবার বেলা ৩ টায় নীলফামারীর সৈয়দপুরে এই কর্মসূচী পালন করা হয়। এতে শহরের তামান্না সিনেমা হল মোড় থেকে ঢেলাপীরগামী সকল অটোরিকশা নিয়ে এসে এতে অংশ গ্রহণ করে। পৌরসভা চত্বরে অনুষ্ঠিত কর্মসূচীতে নেতৃত্ব দেন উপজেলা ইজিবাইক মালিক সমবায় সমিতির সভাপতি হাজী আসলাম। তাঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অটোচালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, চালক জাবেদ আলম, ফরহাদ হোসেন ও আরমান আলী প্রমুখ।

 

বক্তারা বলেন, সৈয়দপুর শহরের ৮০ ভাগ সড়কেরই জরাজীর্ণ অবস্থা। বিশেষ করে প্রধান সড়কগুলো বেহাল। তামান্না মোড় থেকে ওয়াপদা মোড় পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক একেবারেই চলাচল অযোগ্য। প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। ভাঙ্গছে যানবাহন, নষ্ট হচ্ছে মালামাল এবং আহত হচ্ছে লোকজন। তারা বলেন, দীর্ঘ ৫ বছর যাবত অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছ সৈয়দপুরবাসী। পৌরসভা জন ভোগান্তি লাঘবে কোন ব্যবস্থায়ই নিচ্ছেনা। মাঝে আন্দোলন করায় ২৮ লাখ টাকা খরচ দেখিয়ে লোক দেখানো থুক পালিশ করে জনগণের টাকা তসরুপ করা হয়েছে। এক মাসও টেকেনি ওই জোড়াতালির সংষ্কার। আবার বর্ষার সময় মাটি ও রাবিস দিয়ে রাস্তার বড় বড় গর্ত ভরাট করায় কাদাপানিতে একাকার হয়ে তা আরও কষ্ট হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় আমরা খুবই ঝুঁকি নিয়ে কষ্ট করে চলাচল করছি। রাস্তা খারাপ থাকায় যেমন অতিরিক্ত সময় লাগে তেমনি যাত্রীও কম হয়।

 

এতে শ্রম বেশি হলেও আয় নেই। এই পরিস্থিতিতে পৌর কর্তৃপক্ষ নাগরিকদের পাশে দাঁড়ানোর পরিবর্তে উল্টো মরার উপর খাড়ার ঘা মারছে। অটো প্রতি লাইসেন্স বাবদ ২ হাজার টাকা আদায় সহ প্রতিদিন পয়েন্টে পয়েন্টে দশ টাকা করে পার্কিং ট্যাক্স নিচ্ছে। এতে আমরা শোষণের শিকার হচ্ছি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। গত ১২ অক্টোবর থানার ওসিসহ পৌর প্যানেল মেয়র কথা দেয় এক সপ্তাহের মধ্যে রাস্তা সংষ্কার কাজ শুরু করা হবে। আর রাস্তা ঠিক করা না হওয়া পর্যন্ত কোন পার্কিং ট্যাক্স নেয়া হবেনা এবং লাইসেন্সের জন্য কোন অটোরিকশা ধরাও হবেনা। কিন্তু ১২ দিন পার হলেও রাস্তা ভালো করার কোন উদ্যোগ নাই। আবার নিয়মিত পার্কিং ট্যাস্ক নিচ্ছে এবং জোর করে ধরে এনে লাইসেন্সের দুই হাজার টাকা আদায় করা হচ্ছে।

 

তাই মেয়রের কাছে এসেছি। কিন্তু তিনি আমাদের আসার কথা জেনে পালিয়েছে। আজ আমরা দাবী না মানা পর্যন্ত যাবোনা। এর প্রেক্ষিতে পৌর নির্বাহী শহিদুল ইসলাম আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, তামান্না মোড় থেকে ওয়াপদা মোড় পর্যন্ত রাস্তা সংষ্কারের জন্য প্রকল্প প্রস্তাব বিশ্ব ব্যাংকে অনুমোদনের অপেক্ষায়। দুই তিন মাসের মধ্যেই বাজেট পাইলেই কাজ শুরু করা হবে। এই কথায় অটো চালক মালিকরা ক্ষুব্ধ হয়ে উঠে বিক্ষোভ প্রদর্শন করে। পরে পৌরসভার প্যানেল মেয়র শাহীন হোসেন এসে পরিস্থিতি শান্ত করতে বলেন, আমি নিজেই বুঝি রাস্তাগুলোর করুণ দশা। আমরা সঠিক ভাবে কাজ করতে পারিনি। তাই সকলের দূর্ভোগ হচ্ছে। যান চালকদের আরও দূরহ অবস্থা। তবে এতবড় রাস্তা সহসাই ঠিক করা সম্ভব নয়। অনেক টাকার প্রয়োজন। তাই আগামী এক সপ্তাহের মধ্যে মেইনটেনেন্স করে আপাতত চলাচল যোগ্য করা হবে। এর আগে কোন ট্যাক্স বা লাইসেন্স বাবদ টাকা নেয়া হবেনা। তাঁর আশ্বাসের পর আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell