রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫৮
শিরোনামঃ
নারায়ণগঞ্জ সোনার গাঁ মোগরাপাড়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশে পুলিশের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিশ্ব ডাক দিবস পালিত গণতন্ত্রের জন্য সাহসিকতার সঙ্গে লড়ে যাওয়া মারিয়া কোরিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার অর্জনের জন্য অভিনন্দন-নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ২,তম বর্ষের চিত্র প্রদর্শনীর শুভ সূচনা – গ্রাম বাংলার শিশু শিল্পীদের প্রতিভা তুলে ধরতে। ময়মনসিংহে নিখোঁজ হওয়া দুই তরুণীকে গাজীপুর থেকে উদ্ধার করে -পুলিশ। লায়ন্স ক্লাব অফ চিটাগং ইউনাইটেড স্টারস, লিজেন্ড ও মেট্রোপোলিটনের উদ্যোগে পটিয়ার কুসুমপুরায় বহুমুখী সেবা কার্যক্রম অনুষ্ঠিত। চৌহালীতে  গণঅধিকার পরিষদ নেতা সাগরের  নির্বাচনী প্রচারণা কোরআনের আয়াত সহ্য করতে না পারলে ইসলামী শব্দ বাদ দেও: কাসেমী আজ শুক্রবার একটি ইসলামিক দল তাদের প্রকৃত চরিত্র উন্মোচন করেছেন: এড. টিপু

রূপগঞ্জ থেকে তিনটি শক্তিশালী আইডি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২, ২০২৪, ৮:৩৬ অপরাহ্ণ
  • ১৯৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

রূপগঞ্জ থেকে তিনটি শক্তিশালী আইডি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘জঙ্গি আস্তানা’ থেকে তিনটি শক্তিশালী আইডি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বোমা তিনটি নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) বোম্ব ডিসপোজাল ইউনিট।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে ভবনটির তৃতীয় তলার রুমের ভেতরে একটি এবং বাকি দুটি ভবনের পাশে খোলা মাঠে নিষ্ক্রিয় করা হয়। এসময় বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাড়িঘর কেঁপে ওঠে।

এর আগে সকাল থেকেই ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে রূপগঞ্জের বরপা আড়িয়াবো এলাকার জাকির হোসেন নামের এক সৌদি প্রবাসীর বাড়ি ঘেরাও করে রাখেন এটিইউ সদস্যরা। বিকেলে বাড়ির গ্যাস লাইন ও বিদ্যুৎ লাইন বন্ধ করে পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াত টিম ভেতরে প্রবেশ করে অভিযান কার্যক্রম পরিচালনা করে। অভিযানে বিভিন্ন ধরনের তিনটি আইডি বোমা, চাপাতিসহ বিভিন্ন রকমের সরঞ্জাম উদ্ধার করা হয়।

ওই বাড়ির ভাড়াটিয়া শাহনেওয়াজ বলেন, ‘কখনো বুঝতে পারিনি এখানে জঙ্গি বসবাস করে। তবে একজন হুজুর বসবাস করতেন। তিনি কারও সঙ্গে তেমন কথা বলতেন না। হঠাৎ করেই তিনি এই বাসা ছেড়ে চলে যান।’

আরেক ভাড়াটিয়া পোশাকশ্রমিক ইমন বলেন, ‘আমরা পাশাপাশি রুমে বসবাস করতাম। তারা (যাদের রুম থেকে বোমা উদ্ধার) স্বামী-স্ত্রী বসবাস করতেন। কখনো জানতাম তারা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। প্রশাসনকে ধন্যবাদ জানাই তাদের শনাক্ত করতে পেরেছে। অন্যথায় আমাদের জীবন হুমকির মুখে ছিল।’

 

ডিএমপির অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (অপারেশন) সানোয়ার হোসেন বলেন, ‘গতমাসের ৮ ও ৯ তারিখে নেত্রকোনায় একটি অভিযান পরিচালনা করে জেলা পুলিশ ও আমাদের অ্যান্টি টেরোরিজম ইউনিট। পরে সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দেশব্যাপী অভিযান পরিচালিত হয়। সেই অভিযানে গতকাল কক্সবাজার থেকে একজনকে গ্রেফতার করি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজ শুরু হয়। প্রথমে ভবনটি শনাক্ত করে ঘেরাও করা হয়।’

ভবনটিতে ২০টি রুম রয়েছে। একেক রুমে একেক বাসিন্দা থাকেন জানিয়ে তিনি বলেন, ‘আমাদের বুঝতে সময় লেগে যায়। একপর্যায়ে বুঝতে পারি একটি রুমে তালা দেওয়া রয়েছে। তারা (রুমের বাসিন্দা) দুদিন আগে হঠাৎ করেই চলে গেছে বলে জানতে পারি। তবে দুজন সদস্য অবস্থান করতো। তারা ওতপ্রোতভাবে জড়িত ছিল। তাদের মধ্যে একজন নতুন সদস্যদের প্রশিক্ষণ দিতো। আইডি ও আইটি সম্পর্কিত বিষয়গুলো প্রশিক্ষণ দিতো।’

পুলিশ সুপার সানোয়ার হোসেন আরও বলেন, ‘একটি রুমে আইটি সম্পর্কিত অনেকগুলো ডিভাইস ও তিনটি বোমা পাওয়া গেছে। পরে একটি রুমের ভেতরে ও বাকি দুইটি বাইরে নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হবে।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell