নগর সংবাদ।।রূপগঞ্জে শত শত খামারিরা কোরবানীর গরু বিক্রি নিয়ে শঙ্কায় রয়েছেন।দুশ্চিন্তা কিছুতেই পিছু ছাড়ছে না। কয়েক দিন আগে ২টা গরু চোরে নিয়া গেল কিছুই করতে পারলাম না। তারপর কিস্তি নিয়া আবার ২টা গরু কিনলাম কোরবানীর সময় বিক্রি করব বলে। একের পর এক লকডাউনে ভয় লাগে কোরবানী পশু বিক্রি করতে পারমু তো। ঈদের আগ পর্যন্ততো লকডাউনই। গরু বিক্রি করতে না পারলে কিস্তির টাকা পরিশোধ করমু কেমনে? আল্লাহই জানে। একেবারে মরে যামু গো মামা।” এমনি করে কথাগুলো বলছিলেন উপজেলার উত্তরপাড়া এলাকার কৃষক জুলহাস মিয়া। রূপগঞ্জে কোরবানীর গরু বিক্রি নিয়ে শঙ্কায় রয়েছেন শত শত খামারিরা। অন্যদিকে তেমনি দুঃশ্চিন্তায় আছেন ক্রেতারাও। চলমান লকডাউনের কারণে এই শঙ্কা আর দুঃশ্চিন্তায় পড়েছেন ক্রেতা-বিক্রেতাগণ। মানিক মিয়া একজন গরুর খামারি। তিনি বলেন, ‘লাগাতার ভারী বর্ষণে গরু নিয়ে বড়ই বিপাকে আছি। লকডাউনে দোকানপাট ঠিক মতো খুলতে পারতেছে না। গরুর খাবারও কিনতে পারছি না। অন্যদিকে কৃষি জমি বালি দিয়ে ভরাট করার কারণে গোটা রূপগঞ্জের গো খাদ্যের তীব্র সঙ্কট দেখা দিয়েছে।