লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে বজ্রপাতে মো. হানিফ (৫০) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেলাল নামে আরেক শ্রমিক আহত হয়েছেন।
বজ্রপাতে মৃত হানিফ জেলার কমলনগর উপজেলার কালকিনি এলাকার বাসিন্দা। তিনি নদী ভাঙনের কবলে পড়ে পার্শ্ববর্তী মতিরহাট বাজারে অস্থায়ীভাবে বসবসা করতেন।
কমলনগরের কালকিনি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান লিটন বলেন, হানিফ কৃষি শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার হানিফ ও বেলাল জেলার সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধারমানিক গ্রামের একটি আমন ক্ষেত নিড়ানির কাজ করতে যান। বিকেলে বজ্রপাতে ক্ষেতেই হানিফের মৃত্যু হয় এবং বেলাল আহত হয়েছেন। বেলাল লক্ষ্মীপুর সদর হাসাপাতালে চিকিৎসাধীন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।