মঙ্গলবার ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১:৪১
শিরোনামঃ
Logo কবিতা উৎসব 2025 ও মানবতার অগ্রদূত ধ্রুবজ্যোতি সম্মাননা প্রদান অনুষ্ঠান Logo নোয়াখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার Logo প্রেমিকার সঙ্গে দেখা করতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসায় ভারতীয় যুবককে আটক Logo চৌহালীতে উন্মুক্ত পদ্ধতিতে ভিডব্লিউবি উপকারভোগী বাছাই শুরু Logo ল কলেজের ছাত্রীর ন্যায় বিচারের প্রতিবাদে, গড়িয়াহাট মোড়ে র‍্যালি করতে গিয়ে, সুকান্ত মজুমদার গ্রেপ্তার। Logo আনন্দবাজার পত্রিকা আয়োজিত, ট্যুরিস্ট স্পট মেলায়.. গো এভ্রি হোয়ার এবং ট্রাভেলিক্সার শুভ সূচনা Logo বিল্ডিংয়ের ভেতর থেকে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় রাজমিস্ত্রির লাশ উদ্ধার Logo কিশোরীকে ৫ মাস আটকে রেখে ধর্ষণ,গ্রেপ্তার-১ Logo ৩বছর এগ্রিমেন্টে কমার্শিয়াল প্রপাটি ভাড়া নিয়ে জোর পূর্বকদখল করে রাখে মানস রায়প্রপাইটি মালিক রিতেন মাদগাড়িয়াকে হত্যার চেষ্টায় মাথা ফাটিয়ে দিলে দীর্ঘ বছর নিজের প্রপাইটি নিয়ে উচ্ছেদ মামলা করে আদালতের রায়ে পুলিশ প্রশাসন নিয়ে উচ্ছেদ করে দখল বুজে নেন মালিক। Logo দূর্গম চৌহালীতে পুষ্টি সুবিধা বঞ্চিত ২২ হাজার শিশু শিক্ষার্থী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিনে দোয়া ও আলোচনা সভা

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৯, ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ
  • ৮২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিনে দোয়া ও আলোচনা সভা

নেজাম উদ্দীন- চট্টগ্রাম প্রতিনিধি শহীদ জিয়াউর রহমানের রক্ত পড়ে আছে, ছুঁয়ে আছে মাটি। তাঁর আদর্শ শিশু কিশোরদের মনে সুন্দরভাবে বিলিয়ে দিতে হবে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রবর্ত্তা শহীদ জিয়াউর রহমান শাহাদাৎ বরণ করেছেন এখানেই। রক্ত এখানে পড়ে আছে, ছুঁয়ে আছে মাটি। তাঁর আদর্শ শিশু কিশোরদের মনে সুন্দরভাবে বিলিয়ে দিতে হবে। বুঝাতে হবে সংগঠনের মুল লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ ও জিয়াউর রহমানের পরিকল্পনা গুলো। নারীদের বেশী করে এই কমিটি গুলোতে সম্পৃক্ত করতে হবে। কারণ তারা হচ্ছেন শিশুদের কাছে নিরাপদ। জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাসাস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জাহাঙ্গীর আলম সিকদার প্রধান অথিতির বক্তব্যে একথা বলেন।

গত ১৮ জানুয়ারি শনিবার রাঙ্গুনিয়াস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম কবরে ৮৯ তম জন্ম দিবস ও ১৩ তম জিয়া শিশু কিশোর মেলা চট্টগ্রাম বিভাগ মহানগর, চট্টগ্রাম উত্তর, ও দক্ষিন এক সমাবেশের আয়োজন করে। জিয়া শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর সভাপতি এডভোকেট নজরুল ইসলাম সভাপতিত্বে, কক্সবাজার জেলা জিয়া শিশু কিশোর মেলার আহবায়ক প্রভাষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায়, বিশেষ অথিতি হিসেবে হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো চীফ ও জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হাসান মুকুল, কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক হামিদুল হক চৌধুরী, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মো জহিরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক মোহাম্মদ সোহেল, কক্সবাজার জেলা সদস্য সচিব মো শহীদুল্লাহ্, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া শিশু কিশোর মেলা আহবায়ক মোহাম্মদ জাফর আলী, উত্তর জেলা যুবদলের প্রচার সম্পাদক মোহাম্মদ শাহজাহান, রাঙ্গুনিয়া পৌরসভা যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহীন জিয়া শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তরজেলার যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম ও ইসমাইল বারী প্রমুখ।

 

প্রধান অথিতির বক্তব্যে তিনি আরও বলেন, গত ১৫ বছরে আওয়ামীলীগ যে ইতিহাস সৃস্টি করতে চেয়েছিল, সেটা আপনারা ভাল করে জেনেছেন- দেখেছেন। আমরা বিগত ৫ আগস্ট আবার দ্বিতীয়বারের মত স্বাধীন হয়েছি। এতদিন এই জিয়ার কবর জঙ্গলে ভরা ছিল, এখন আমাদের কর্মীরা পরিস্কার করেছে। আগে এখানে ঢুকানো যেতনা। দোসরদের ষড়যন্ত্রে শহীদ হয়েছেন আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৮৯ তম জন্ম দিবসে আজ জাতীয় শিশু কিশোর মেলার ১৩ তম বার্ষিকী। এটা আমাদের তীর্থস্থান, জিয়ার শাহাদাতের রক্ত এখানে পড়ে আছে, ছুঁয়ে আছে মাটি। সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্মভূমি এখানেই। শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতা ঘোষণা করেন এই চট্টগ্রাম থেকে। শাহাদাৎ বরণ করেছেন এখানেই। চট্টগ্রামের ভূমিকা অনেক, মহানবীর জন্য রস পাঠানো হয়েছিল এই চট্টগ্রাম থেকেই, তখনই চট্টগ্রামের নাম ছিল পূর্ব পাকিস্তানের হিন্দুস্থান আরাকান অঞ্চল। দেশের অর্থনৈতিক মেরুদন্ড হচ্ছেন চট্টগ্রাম, আর বিদ্রোহী লড়াকু ছিলেন চট্টগ্রামের মানুষ।

 

ষড়যন্ত্রে হত্যা করা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীকে। আগামীতে মনোনয়ন পাবেন হুমাম কাদের চৌধুরী। এই ষড়যন্ত্র কারীরা ২০০৭ সালে বিএনপিকে ধংস করেছে। বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, রাজনীতিকে পেশা হিসেবে না নিয়ে নেশা হিসেবে আপনাদের নিতে হবে। যারা পেশা হিসেবে নেয় তাদের টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি করতে হয়, সেটা যাতে না হয় সেদিকে সকলের থাকা উচিৎ। নেতার পূজা না করে নীতির পূজা করেন। দলকে ভালবাসেন, দলের শৃঙ্খলা মেনে চলেন। কেন্দ্রীয় কমিটি ঘোষিত সিদান্ত গুলো আমাদের প্রধান পথেয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell