শারদীয় দূর্গা পুজোয় ধামাকা অফার “হাবিবস” স্যালন
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
১৯ তারিখ শুক্রবার বিকেল চারটে সময়ে সোদপুর রেলস্টেশন ১ নম্বর প্লাটফর্মের খুব কাছেই “হাবিবস” অবস্থিত, এবং একমাস আগে পয়লা আগস্ট এটি উদ্বোধন করলেন টলিউডের প্রখ্যাত অভিনেত্রী পাওলি দাম।
এই সেলনের কর্ণধার ঝুমা চক্রবর্তী তার বক্তব্যে জানান এই পুজো উপলক্ষে মহুলয়ার দিন অর্থাৎ ২১শে সেপ্টেম্বর থেকে ৭ই অক্টোবর পর্যন্ত বিশাল ধামাকা অফার দিতে চলেছেন যেখানে হেয়ার কাটিং শুরু করে সৌন্দর্যের সমস্ত কিছু পরিষেবায় থাকছে। বিভিন্ন মূল্যের ওপরে গিফট ভাউচার দেয়া হচ্ছে ক্লায়েন্ট।
এক-দেড় মাসের মধ্যে প্রচুর ক্লায়েন্ট এসেছে, এবং তারা এখানে “হবিবর” স্যালনের প্রতিটি মেম্বারদের ভালো ব্যবহার এবং ভালো পরিষেবা পেয়েছেন সমস্ত ক্লায়েন্ট। প্রতিটি ক্লায়েন্ট এখান থেকে হাসিমুখে গেছেন তার জন্য কর্ণধার ঝুমা চক্রবর্তী ভীষণভাবে খুশি। চিনি দর্শকদের উদ্দেশ্যে বলেছেন
যে পুজোর সময় খুব সুন্দর ভাবে সাজগোজ করতে একবার অন্তত “হাবিবস “এসে দেখুন, এখানে সমস্ত মেম্বাররা পরিবারের মতন হয়েই কাজ করেন। সমস্ত ক্লায়েন্ট এখানে এসে মনে হবে এটি একটি পরিবার মতোন। আমরাও চেষ্টা করবো বেস্ট ১০০% পরিষেবা ক্লায়েন্ট কে দেওয়ার,এবং ওনাদের জন্য আমাদের স্যালনে আরো বেশি ক্লায়েন্ট আসবে। এবং অতনু ঘোষ তার বক্তব্যে বললেন সর্বপ্রথম সকল দর্শক বন্ধু এবং উপস্থিত সমস্ত ক্লায়েন্টদের শুভ শারদীয়ার আন্তরিক অভিনন্দন
এবং শুভেচ্ছা জানালেন। উনি বলল এটা আমার ফ্যামিলি আমি তার মেম্বার। উনি বললেন এখানে যদি বুকিং করেন ১০ % ডিসকাউন্ট দেবেন । বাইডাল মেকাপের ক্ষেত্রে সংগীত থেকে রিসেপশন পর্যন্ত টোটাল যে মেকআপ এর জন্য হাবিব আসতে হবে ।এখানে সকল দর্শক বন্ধুরা যোগাযোগ করলে ফোন নাম্বার এবং এড্রেস বলা হয়েছে ।
অমন, সাহিল, মহুয়া, রিয়া ,সাবিনা, পিয়া, সুপ্রিয়া এদের সবাইকে নিয়ে এটা আমাদের কমপ্লিট ফ্যামিলি।
এরকম সুন্দর ফ্যামিলি নিয়ে আমরা আগামী দিনেও সামনের দিকে আরো ভালো করে আগাতে চাই।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””