বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তিনি চট্টগ্রাম আসেন।
উদ্ধার করা এসব সোনার বারের ওজন প্রায় তিন কেজি বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা। এছাড়া এসব সোনার বর্তমান বাজারমূল্য দুই কোটি টাকার বেশি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি-৯৫২২ ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু ফ্লাইটটি নির্ধারিত সময়ের প্রায় ৩৪ মিনিট আগে ৭টা ৬ মিনিটে শাহ আমানতে অবতরণ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের যাত্রী আতিক উল্লাহকে বিমানবন্দরের ইমিগ্রেশন লাউঞ্জে আটক করে কাস্টমস গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)। এসময় তার কোমরের বেল্ট থেকে ২৪ পিস সোনার বার উদ্ধার করা হয়।
কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক বশির আহমেদ বলেন, আতিক উল্লাহর দেহ তল্লাশি করে কোমর থেকে ২৪ পিস সোনার বার উদ্ধার করা হয়। আর তার ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার করা হয় ১০০ গ্রাম স্বর্ণালংকার।