ঢাকার শাহ আলী থানার দুই উপ-পরিদর্শককে (এসআই) চাঁদাবাজির অভিযোগে আটক করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। তুহিন কাজী ও মশিউর রহমান তাপস নামের দুই পুলিশ সদস্যকে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক জানান, একটি চাঁদাবাজির মামলায় ওই দুজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের জড়িত থাকার প্রমাণ যদি মেলে, তাহলে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আহাদ আলী নগর সংবাদ কে বলেন, ডিএমপির মিডিয়া শাখার ডিসির সঙ্গে কথা বলেন। আমি কিছু বলতে পারবো না। তবে কোন মামলায় এবং কোথা থেকে তাদের আটক করা হয়েছে, সে ব্যাপারে পুলিশের কোনো কর্মকর্তাই মুখ খুলছেন না।