শৃঙ্খলা ভঙের অভিযোগে সলঙ্গা থানা ছাত্রলীগের কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে সলঙ্গা থানা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কমিটি গঠনে অনিয়ম ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে সাংগঠনিক কার্যক্রম স্থগিত ও কমিটি কেন বিলুপ্ত ঘোষণা করা হবে না মর্মে সাত দিনের মধ্যে সভাপতি ও সম্পাদকের নিকট থেকে সশরীরে লিখিত জবাব চাওয়া হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু বলেন, থানা কমিটির কার্যক্রম স্থগিত হয়েছে এমন কোনো চিঠি এখনও পায়নি, তবে কার্যক্রম স্থগিত করেছে বলে শুনেছি।এর আগে বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক রিপন হাসানকে অবাঞ্ছিত ঘোষণা করে টায়ারে আগুন জালিয়ে বিক্ষোভ মিছিল করে সলঙ্গা ডিগ্রী কলেজ ও থানা ছাত্রলীগের নেতাকর্মীরা।