শোভাবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটি ও সংগ্রামী ক্লাবের উদ্যোগে ,,,,,এবারে থিম,,,,, দূষণমুক্ত দেশ গড়ি
nagarsangbad24
-
প্রকাশিত: অক্টোবর, ১২, ২০২৩, ৭:৩৪ পূর্বাহ্ণ
-
৮১ ০৯ বার দেখা হয়েছে
শোভাবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটি ও সংগ্রামী ক্লাবের উদ্যোগে ,,,,,এবারে থিম,,,,, দূষণমুক্ত দেশ গড়ি,,,,,,।
শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগরসংবাদ ২৪ ডটকম,,কলকাতা ব্যুরো
পুজো যত এগিয়ে আসছে,, শোভাবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটি ও সংগ্রামী ক্লাবের উদ্যোক্তারা পুজোর থিম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন শিল্পীদের সাথে,,
একটি নতুন থিম কে তুলে ধরে মানুষকে বারবার সতর্কের বার্তা দিচ্ছেন এবং যাতে দেশ দূষণমুক্ত হয় তার বার্তা দেওয়ার উদ্যোগ নিয়েছেন যা এই ধরনের জিনিস দিয়ে আগে কখনো কোন থিম তৈরি হয়নি আর এই ক্লাবের পাশে দাঁড়িয়েছেন টেকনো ইন্ডিয়া গ্রুপ, ,
একটা নতুন ভাবনা ও পরিকল্পনার মধ্য দিয়ে এবারের দুর্গা প্রতিমা শোভাবাজার কাছারী বাড়িতে পুজিত হতে চলেছে, আর তার সাথে সাথেই যে সকল উপকরণ দিয়ে থিম বানিয়েছেন শিল্পীরা এবং পরিকল্পনা ভাবনা এনেছেন ,অতি অবশ্যই দর্শকদের মন কারবে,,। আর যে সকল শিল্পীরা এই থিমের ভাবনায় এনেছেন এবং তৈরি করছেন তারা বেশির ভাগই কলেজের ছাত্র ছাত্রীরা,,
নষ্ট হয়ে যাওয়া সিডি, ডিভিডি, বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্যের সার্কিট, ঘড়ি, কিবোর্ড ,কেবিল তার ,প্রভৃতি উপকরণ দিয়ে এবং ফেলে দেওয়া জিনিস সংগ্রহ করে তারা এই থিমের একটা রূপ দিতে চলেছেন এবং বার্তা দিতে চাইছেন বর্জ্য পদার্থ যেখানে সেখানে ফেলবেন না, নির্দিষ্ট জায়গায় রাখুন, সবুজ দেশ গড়ে তুলুন।
রোগ মুক্ত জীবন তৈরি হোক , এবং ছোট ছোট ছেলে মেয়েদের মনে সচেতনতা বারুক, তবে সত্যিই একবার যদি এই প্যান্ডেল না দর্শন করা হয় অনেক কিছুই মিস করবে জনগন, ক্লাবের উদ্যোক্তা রাজু বাবু একই কথা বললেন,
আমরা চাই এই থিমের মধ্য দিয়ে সচেতনতা বাড়াতে ,ছোট ছোট ছেলে মেয়েদের মনে উদ্যোগ আনতে, যাতে একদিন এরাই সবুজ দেশ গড়তে পারে ,,,,,,,,
তার সাথে সাথে সুইচ ফাউন্ডেশন ও টেকনো ইন্ডিয়া গ্রুপকে অশেষ ধন্যবাদ জানালেন ,পাশে থাকার জন্য ,সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ,এবং তাদের ছাত্র ছাত্রীদেরও একইভাবে কৃতজ্ঞতা জানালেন এই ধরনের একটি পরিকল্পনা মাথায়, যাহারা এই দুর্গা মূর্তিটি তৈরি করেছেন।
শম্পা দাস,সম্পাদক
দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো
এ বিভাগের আরও খবর...