নগর সংবাদ।।সর্বনাশা হোন্ডা-বোনের বিয়ে বাজার করতে গিয়ে মৃত্যু সোহাগের ,নোয়াখালীর কবিরহাটে বোনের বিয়ের বাজার করতে গিয়ে পিকআপের ধাক্কায় জহিরুল ইসলাম সোহাগ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের লেঙ্গার দোকান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম সোহাগ উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের ৮ নম্বর ওয়ার্ডের ফখরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩০ আগস্ট) রাতে সোহাগের বড় বোনের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। মঙ্গলবার (৩১ আগস্ট) বিয়ে। সকালে বোনের বিয়ের বাজার করার জন্য মোটরসাইকেলযোগে জেলা শহর মাইজদীতে যাচ্ছিলেন সোহাগ। পথে একটি বেপরোয়া গতির ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে সোহাগ ঘটনাস্থলেই মারা যান। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে সোহাগের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে