নগর সংবাদ।। আশিকুর রহমান, নেত্রকোনা জেলা প্রতিনিধি। মানবতার দুর্গ ফাউন্ডেশন নেত্রকোনা জেলার কলমাকান্দা থানায় একটি সুপরিচিত নাম। ইতিমধ্যেই তারা তাদের তাদের কর্ম দিয়েই অর্জিত করেছে কলমাকান্দা বাসীর মন। তারা রক্তদান থেকে শুরু করে আর্থিকভাবে সহযোগিতা করে যাচ্ছে অনেক অনেক অসহায় লোকদের কে। অসহায়ের মুখে হাসি ফোটাবার প্রত্যয়ে স্লোগান কে ধারন করে কাজ করে যাচ্ছে তারা। এখন শীতকাল।
এই শীত কারো জন্য আরামের আর কারো জন্য যেন কষ্টের শেষ নেই। তাই মানবতার দুর্গ ফাউন্ডেশন শীতকে সবার সাথে ভাগাভাগি করতে চায়। তাই তারা উদ্যোগ নিয়েছে অসহায়দের মাঝে কম্বল বিতরনের। তাদের নিজস্ব তেমন কোনো ফান্ড এখনো পর্যন্ত তেমন ভাবে তৈরী হয়নি। যার কারনে তারা সহযোগীতা কামনা করছে দেশবাসীর কাছে। সংগঠনের প্রতিষ্টাতা ও সভাপতি আশিকুর রহমান বলেন, আমরা এই শীতকে সবার সাথে ভাগাভাগি করার জন্যই কম্বল বিতরনের উদ্যোগ নিয়েছি।
আমরা চাই সবাই শীতে আরামে থাকুক। সাধারন সম্পাদক শেখ সোহেল রানা শাকিম বলেন, শীত কারো জন্য আরামের, কারো জন্য শান্তির। এই শীতে যেন আমাদের সহযোগীতায় কয়েকটা মানুষ আরামের সাথে শীতকে উপভোগ করতে পারে তারই প্রচেষ্টা চালাচ্ছি আমরা। এতে দেশবাসীর কাছে সহযোগীতা কামনা করছি। এছাড়াও কোষাধ্যক্ষ খন্দকার মাহফুজ বলেন,আমরা প্রায় এক বছর ধরে মানবতার কল্যানে কাজ করে যাচ্ছি।এখনো পর্যন্ত আমাদের কোনো ডোনার মেলেনি আমাদেরকে সাহায্য করার জন্য। অথচ,সকলের উচিৎ এই কাজে এগিয়ে আসা। তাই সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে আমাদের দিকে আপনার সহযোগীতার হাত বাড়িয়ে দিন।
আসুন মানব সেবায় নিজেকে বিলয়ে দেই। সবাইকে নিয়ে আরামের সাথে শীত কাঠাই। সাহায্য করতে যোগাযোগ করুন : ১/ আশিকুর রহমান(01967-591777) ২/শেখ সোহেল রানা শাকিম(01959-665246) ৩/খন্দকার মাহফুজ (01717810612)